• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

মাদারীপুরে ভুয়া পরীক্ষার্থী আটক

প্রকাশ:  ১৯ মার্চ ২০১৮, ১৪:৫৫
মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের আহমাদিয়া কামিল মাদ্রাসা থেকে ভুয়া এক পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। সোমবার বেলা ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলার প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিদুর রহমান মোবাইল কোর্টের মাধ্যমে ইব্রাহিম বেপারী নামে এক ব্যাক্তিকে আটক করে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে আসে । এরপর ১৯৮০সালের পরীক্ষার আইনের ধারা( ৩ ) এক বছরের কারাদণ্ড দেয়া হয়। ইব্রাহিম কুনিয়া ইউনিয়নের দক্ষিণ পাড়া গ্রামের ইসমাইল বেপারীর ছেলে। আর সাকিবুল একই গ্রামের আ:রব মিয়ার ছেলে। মাদারীপুর আহমাদিয়া কামিল মাদ্রাসার কেন্দ্রে একই মাদ্রাসার কামিল শেষ বর্ষের ছাত্র সাকিবুল মীরের স্থলে পরীক্ষা দিতে আসে।

আরও জানা যায় কামিল শেষ বর্ষের বোখারী দ্বিতীয় পত্র পরীক্ষায় সাকিবুল মীর ঢাকায় তার অন্য একটি পরীক্ষা থাকার কারণে ইব্রাহিমকে অনুরোধ করে পরীক্ষায় অংশ নিতে। ইব্রাহিম নাজিম উদ্দিন কলেজের ইংরেজী বিভাগের অনার্স ১ম বর্ষের ছাত্র।

সম্পর্কিত খবর

    এ ব্যাপারে কেন্দ্র পরিচালক ও আহমাদিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শাহাদত হোসেন সত্যতা স্বীকার করে বলেন, হলে যে ওই কক্ষে যে দুইজন শিক্ষক দায়িত্বে ছিলেন তাদের প্রত্যাহার করেছি।

    মাদারীপুর নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিদুর রহমান বলেন, আমরা গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি আহমাদিয়া কামিল মাদ্রাসায় একজন ভুয়া পরিক্ষার্থী পরিক্ষা দিচ্ছে। তাকে পরীক্ষার কেন্দ্র থেকে আটক করে ১৯৮০সালের পরীক্ষার আইনের তিন এর ধারায় একবছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

    সারাদেশ

    অনুসন্ধান করুন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close