• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
  • ||

নোয়াখালীতে ইন্টারনেট ছলচাতুরী, ভগ্নহৃদয়ে গ্রাহকরা

প্রকাশ:  ১৯ মার্চ ২০১৮, ১৯:১৩
নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সর্বত্র চলছে ইন্টারনেট নিয়ে হচ্ছে ছলচাতুরী। সীম কোম্পানীগুলো যখন, থ্রিজি থেকে যখন ফোর-জি ইন্টারনেটে, তখন সবাই স্বপ্নে বুক বেঁধেছিল। আশা ছিলো ইন্টারনেটের সঞ্চার বাড়বে, নিরবচ্ছিন্ন ভাবে কাজ করা যাবে। কিন্তু কাঙ্খিত স্বপ্ন যেন আজও বহু দূর।

বিশেষ করে রবি-এয়ারটেল, গ্রামীণফোন ও বাংলালিংক ইন্টারনেট ব্যবহারকারী গ্রাহকরা চরম ভগ্নহৃদয়ে পড়েছে। সীম কোম্পানীগুলো সর্বস্থানে বিভিন্ন রকম বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে ফোর-জি নেটওয়ার্ক এর প্রচার করলেও নোয়াথালীর সর্বত্র টু-জি পেতেও কষ্ট হয়। অনেক গ্রাহক দুঃখ প্রকাশ করে বলেন, জীবনে অনেক প্রতারণার শিকার হয়েছি। এবার ফোর-জি প্রতারণায় পড়লাম।

সম্পর্কিত খবর

    গ্রাহকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, সীম কোম্পানীগুলোর সেবার নামে মানুষ যা পাচ্ছে তা কেবলই বিষন্নতা। একটি ফাইল খুলতেই কেটে নিচ্ছে কয়েক মেগাবাইট ইন্টারনেট। আবার বন্ধ করে রাখলেও ইন্টারনেটের মেগাবাইট কমে যাচ্ছে! বিভিন্ন রকমের প্যাকেজের চক্করে পড়ে মানুষের ত্রাহিত্রাহি অবস্থা। টু থেকে থ্রি জি, এরপর ফোর-জি, শুধু সংখ্যাটাই পাল্টাচ্ছে, সেবার পরিবর্তন হচ্ছে না। বাড়ছে না ইন্টারনেটের গতিও।

    নোয়াখালী শহরে তো মেইলটা খোলা যায় মাত্র। কিন্তু জেলার উপজেলা পর্যায়ে বা গ্রামাঞ্চলে একটা মেইল খুলতেই কয়েক মিনিট লাগে। এভাবে কি ‘ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব?’ সাংবাদিকদের সাথে আলাপকালে ইন্টারনেট নিয়ে এভাবেই ক্ষোভের কথা বললেন একাধিক সাধারণ জনগণ।

    ওএফ

    সারাদেশ

    অনুসন্ধান করুন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close