• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

নারায়ণগঞ্জের নন-এমপিওভূক্ত স্কুলগুলো এমপিওভূক্ত করা হবে: শামীম ওসমান

প্রকাশ:  ১৯ মার্চ ২০১৮, ১৯:৫৮ | আপডেট : ১৯ মার্চ ২০১৮, ২০:০৪
নারায়ণগঞ্জ প্রতিনিধি

আগামী জাতীয় নির্বাচনের আগে নারায়ণগঞ্জ-৪ আসন এলাকার এমপিওভূক্ত না হওয়া সব স্কুলকে এমপিওভূক্ত করার ঘোষণা দিয়েছেন সংসদ সদস্য শামীম ওসমান।

তিনি আজ বিকেলে সদর উপজেলার ফতুল্লা থানার মাসদাইর এলাকায় বেগম রোকেয়া খন্দকার পৌর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ ঘোষণা দেন।

সম্পর্কিত খবর

    শামীম ওসমান এ ব্যাপারে জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তার সহযোগিতা চান। তাদের সহযোগিতা পেলে আগামী নির্বাচনের আগেই তার নির্বাচনী এলাকা নারায়ণগঞ্জ-৪ আসনে অবস্থিত সকল শিক্ষা প্রতিষ্ঠানের যাবতীয় সমস্যার সমাধান করবেন বলে তিনি আশ্বাস দেন। এসময় শিক্ষা কর্মকর্তাকে বিভিন্ন দিক নির্দেশনাও প্রদান করেন তিনি।

    অনুষ্ঠান শেষে শামীম ওসমান বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

    বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুরআইয়া আশরাফী, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম চেঙ্গিস, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর শারমিন হাবিব বিন্নি।

    ওএফ

    সারাদেশ

    অনুসন্ধান করুন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close