• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

বগুড়ায় ৬দিন ব্যাপি ৭১ এর গণহত্যার আলোকচিত্র প্রদর্শনী

প্রকাশ:  ২০ মার্চ ২০১৮, ১৪:১২
বগুড়া প্রতিনিধি

বগুড়ায় শুরু হয়েছে ৬দিন ব্যাপি ১৯৭১ এর গণহত্যার আলোকচিত্র প্রদর্শনী ‘চেতনা অবিনাশী’। মহান মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস এবং পাক বাহিনীর নৃশংসতা তরুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই আয়োজন। মঙ্গলবার দুপুরে বগুড়া পৌর শিশু শহীদ খোকন পার্কে অনুষ্ঠানের উদ্বোধন করেন বগুড়া জেলা প্রশাসক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী। উদ্বোধনকালে বগুড়া জিলা স্কুল ও সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থী প্রদর্শনী পরিদর্শন করেন। এসময় জেলা প্রশাসক তাদেরকে ৭১ এর গনহত্যা ও মহান মুক্তিযুদ্ধের দিনগুলো সম্পর্কে বর্ননা দেন। পাক হানাদার বাহিনী ও এদেশীয় রাজাকারদের নির্যাতন নিপীড়ন সম্পর্কেও অবগত করেন শিক্ষার্থীদেরকে।

এসময় শিক্ষার্থীরা আবেগে আপ্লুত হয়ে পড়ে। শিক্ষার্থীরা বলে, মহান মুক্তিযদ্ধের বিরোধিতাকারীদের যেমন বর্তমান প্রজন্ম ঘৃনার চোখে দেখেছে, তেমনি আগামী প্রজন্মও তাদেরকে কোনদিন ক্ষমা করবে না, তাদেরকে ঘৃনার চোখেই দেখবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিন, অতি: জেলা প্রশাসক আব্দুস সামাদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার রুহুল আমিন বাবলু, সদর উপজেলা কমান্ডার আব্দুল কাদের, মুক্তিযোদ্ধা ডা: আরশাদ সাঈদ, বিশিষ্ঠ প্রাবন্ধিক বজলুল করিম বাহার, প্রেসক্লাবের সভাপতি প্রদীপ ভট্টাচার্য শংকর, সাধারণ সম্পাদক মাহমুদুল আলম নয়ন, সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান, সহসভাপতি আব্দুস সালাম বাবু, প্রকৌশলী সাহাবুদ্দিন সৈকত, সংস্কৃতজন তৌফিক হাসান ময়না, খলিলুর রহমান চৌধুরী, রাকিব হাসান জুয়েল প্রমুখ। প্রদশর্নীতে ৫০ টি গণহত্যার আলোকচিত্র স্থান পেয়েছে। আগামী ২৬ মার্চ এ প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠিত হবে।

সম্পর্কিত খবর

    সারাদেশ

    অনুসন্ধান করুন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close