• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে পর স্ত্রী অপহরণের অভিযোগ

প্রকাশ:  ২০ মার্চ ২০১৮, ১৫:১২ | আপডেট : ২০ মার্চ ২০১৮, ১৫:২২
নীলফামারী প্রতিনিধি

স্বামীকে বেদম মারপিট করে স্ত্রীকে অপহরণ ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে নীলফামারীর সৈয়দপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আহসান হাবিব সরকার ওরফে সোহাগের (৩৫) বিরুদ্ধে। ঘটনাটি ঘটে সোমবার বিকেলে শহরের কয়া মিস্ত্রীপাড়া (হিন্দুপাড়া) মোড় এলাকায়। এ ঘটনায় সৈয়দপুর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও থানায় লিখিত অভিযোগের সূত্রে জানা যায়, ওই সোহাগ সরকার মোটর সাইকেল আরোহী সৈয়দপুর রেল কারখানার কর্মচারি মনিরুজ্জামান প্রধানের (৩০) গতিরোধ করেন। এসময় তাঁর সাথে স্ত্রী ও সন্তান ছিলেন। মোটর সাইকেল আরোহী মনিরুজ্জামান বেধড়ক পিটিয়ে তাঁর স্ত্রীর সাথে ধস্তাধস্তি করতে থাকেন সোহাগ সরকার।

সম্পর্কিত খবর

    মনিরুজ্জামান শহরের ওয়াপদা নতুনহাট এলাকার বাসিন্দা। প্রতিদিনের মতো তিনি রেল কর্মচারি স্ত্রীকে নিয়ে অফিসের মধ্যহৃ বিরতিতে সন্তানকে স্কুল থেকে আনার জন্য যান। পরে সন্ত্রানকে নিয়ে ওইপথে বাড়ি ফিরছিলেন। এসময় ছাত্রলীগৈর সাবেক সভাপতি সোহাগ সরকার ও সাঙ্গপাঙ্গরা তাঁদের গতিরোধ করেন। স্বামীকে বেদম মারপিট করে স্ত্রীকে অপহরণের চেষ্টা করা হয়।

    এলাকাবাসীর প্রতিরোধের মুখে তাঁর স্ত্রী মনিরা সুলতানা (২৫) রক্ষা পান। সৈয়দপুর রেলওয়ে হাসপাতালে স্বামী মনিরুজ্জামানকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। মনিরুজ্জামান অভিযোগ করে বলেন, সৈয়দপুর উপজেলা আওয়ামীলীগের প্রয়াত সভাপতি আব্বাস আলী সরকারের ছোট ছেলে সোহাগ সরকার তাঁর স্ত্রীকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছিলেন।

    সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান পাশা জানান, লিখিত অভিযোগ পেয়েছি। ওই সোহাগ সরকারের বিরুদ্ধে একাধিক মামলা থানায় রয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে।

    সারাদেশ

    অনুসন্ধান করুন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close