• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

মোটরসাইকেল চালক হত্যায় ১ জনের মৃত্যুদণ্ড

প্রকাশ:  ১৬ মে ২০১৮, ১৫:৫৬
নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার দূর্গাপুরে মোটরসাইকেল চালক রিপনকে হত্যার দায়ে ১ জনের মৃত্যুদণ্ড ও দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন নেত্রকোনা জেলা ও দায়রা জজ আদালত। সেইসাথে প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ডও দেয়া হয়েছে।

জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কে এম রাশেদুজ্জামান রাজা বুধবার দুপুরে জনাকীর্ণ আদালতে আসামীদের উপস্থিতিতে এ রায় প্রদান করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী হলেন, রুবেল মিয়া ও যাবজ্জীবন প্রাপ্তরা হলেন সহযোগী আশরাফুল ও আলামীন। একই মামলায় অপর তিনজনের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত না হওয়ায় তাদেরকে খালাস প্রদান করা হয়।

সম্পর্কিত খবর

    জেলা জজ আদালতে রাষ্ট্রপক্ষের কৌশলী সাইফুল আলম প্রদীপ জানান, ২০১১ সালের জুন মাসের ১৪ তারিখ দূর্গাপুরের শিবগঞ্জ থেকে মোটরসাইকেল ভাড়া করে বেড়ানোর উদ্দেশ্যে বিজয়পুর পাহাড়ে নিয়ে যায়। সেখানে আসামীরা নিরাপদ স্থানে গিয়ে রিপনকে হত্যা করে মোটর সাইকেল নিয়ে পালিয়ে যায়।

    পরবর্তীতে ২০ জুন রিপনের বাবা আহমেদ আলী বাদী হয়ে অজ্ঞাতদের আসামী করে দূর্গাপুর থানায় মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে একই বছর ৩০ নভেম্বর ৬ জনকে আসামী করে আদালতে চার্জসীট দাখিল করে। আদালত ৯ জন স্বাক্ষীর স্বাক্ষ্যগ্রহণ শেষে তিন জনের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় আজ এ রায় প্রদান করেন। মামলায় আসামী পক্ষের আইনজীবী ছিলেন অজয় বণিক।

    সারাদেশ

    অনুসন্ধান করুন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close