• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||

রূপগঞ্জ মিতা টেক্সটাইল মিল বন্ধ করার শ্রমিকদের বিক্ষোভ

প্রকাশ:  ১৬ মে ২০১৮, ১৯:২১
নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাওঘাট এলাকায় অবস্থিত মিতা টেক্সটাইল মিল বন্ধ করে দেয়ার প্রতিবাদে বিক্ষোভ প্রর্দশন করেছে শ্রমিকেরা। বুধবার বিকেলে বকেয়া বেতনের দাবিতে এ বিক্ষোভের ঘটনা ঘটে। শ্রমিকরা আড়াইহাজার সাওঘাট সড়কের বিক্ষোভ করায় এ সড়কে প্রায় এক ঘন্টা যানবাহর চলাচল বন্ধ থাকে।

মিতা টেক্সটাইল মিলের শ্রমিক সাব্বির আহমেদ, সুমন মিয়াসহ কয়েকজন জানান, কোন নোটিশ ছাড়াই মালিকপক্ষ মিলের গেটে তালা ঝুলিয়ে দেয়। সকাল থেকে এক এক করে শ্রমিকরা মিলে এসে জড়ো হয়। পরে বিকালে একত্রিত হয়ে শ্রমিকরা একঘন্টা মিল গেটের সামনে বিক্ষোভ করে।

সম্পর্কিত খবর

    এসময় সাওঘাট-আড়াইহাজার সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ভুলতা ফাঁড়ির ইনচার্জ এইচ এম জসিম উদ্দিন ঘটনাস্থলে পৌঁছে মালিক পক্ষের সঙ্গে কথা বলেন। পরে বেতন দেয়ার আশ্বাস দিলে শ্রমিকরা বিক্ষোভ মিছিল থেকে সরে দাঁড়ান।

    মিল মালিক নজরুল ইসলাম জানান, মিলে কোন কাঁচামাল না থাকায় মিল বন্ধ রাখা হয়েছে। মাল আসলেই চালু করা হবে।

    ওএফ

    রূপগঞ্জে মিতা টেক্সটাইল,বন্ধ করার শ্রমিকদের বিক্ষোভ

    সারাদেশ

    অনুসন্ধান করুন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close