• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

ভালুকায় ভূয়া ডাক্তার আটক

প্রকাশ:  ১৯ মে ২০১৮, ১৮:০৩ | আপডেট : ১৯ মে ২০১৮, ১৮:১৫
ময়মনসিংহ প্রতিনিধি

ভালুকায় আশরাফ উদ্দিন জুলফিকার নামের এক ভূয়া ডাক্তার আটক হয়েছে। শুক্রবার (১৯ মে) বিকালে উপজেলার গফরগাঁও রোডের নিউ সেবা হসপিটাল এন্ড ল্যাব থেকে ডাক্তার পরিচয়ে রোগীদের ব্যবস্থাপত্র দেয়ার সময় ওই প্রতারককে স্থানীয়রা হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগীতায় পুলিশের হাতে সোপর্দ করা হয়।

স্বেচ্ছাসেবী সংগঠন অভ্যুদয়ের সভাপতি মো. আসাদুজ্জামান সুমন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি উপজেলার গফরগাঁও রোডের নিউ সেবা হসপিটাল এন্ড ল্যাবে একজন ভূয়া ডাক্তার চিকিৎসা প্রদান করছে।পরে আমার সংগঠনের কয়েকজনকে নিয়ে ওই ভূয়া ডাক্তার আশরাফ উদ্দিন জুলফিকারের কাছে যাই এবং তার (বিএমডিসি) বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল এর রেজিঃ নং জানতে চাইলে তিনি জানান ১৪৫০১।

কিন্তু তার ব্যাহৃত (বিএমডিসি) রেজিঃ নাম্বারটি সিরাজগঞ্জের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক মো. আশরাফ উদ্দিন মলি¬কের। এ কথা প্রমাণিত হওয়ার পর তার রেজিঃ নাম্বার তার বাড়িতে কোন এক খাতায় লিখা আছে বলে জানান। নিজেকে ডাক্তার প্রমাণ করতে একটু সময় দিতে হবে জানালে আমরা তার জন্য ৩ঘন্টা অপেক্ষা করি। কিন্তু তার পরও নিজেকে ডাক্তার প্রমাণ করেতে ব্যার্থ হলে নিজেকে ভূয়া ডাক্তার হিসেবে স্বীকার করে নেয়। পরে তার পরিবারের সাথে কথা বলে সে শতভাগ ভূয়া ডাক্তার হিসেবে প্রমাণ হওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগীতায় থানায় সোপর্দ করা হয়।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ ফিরুজ তালুকদার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই প্রতারক ডাক্তার নিজেকে ভূয়া ডাক্তার হিসেবে স্বীকার করেছে। তার বিরুদ্ধে আইণানুগ ব্যাবস্থা নেওয়া হবে।

/এফআইজে

ভালুকায় ভূয়া ডাক্তার আটক,ভূয়া ডাক্তার,ভালুকা

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close