• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

জামালপুরে টিকিট কালোবাজারির কারাদণ্ড

প্রকাশ:  ২০ মে ২০১৮, ২০:১০
জামালপুর প্রতিনিধি

জামালপুর জেলা প্রশাসন জামালপুর রেলস্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে টিকিট কালোবাজারিদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে। অভিযানের সময় মোঃ আনজু (৪০) নামের চিহ্নিত এক টিকিট কালোবাজারিকে আটক করে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জামালপুর জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে র‌্যাব ও পুলিশ বিকেল সাড়ে তিনটার দিকে জামালপুর রেলস্টেশন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। অভিযানে রেলস্টেশন সংলগ্ন শাহপুর গ্রামের মৃত আফসার আলীর ছেলে চিহ্নিত টিকিট কালোবাজারি মোঃ আনজুকে আটক করা হয়।

সম্পর্কিত খবর

    এ সময় এ অভিযানের কথা জানতে পেরে রেলস্টেশন এলাকার অন্যান্য টিকিট কালোবাজারিরা গা ঢাকা দেয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী হাকিম মোঃ আসাদুজ্জামান ভোক্তা অধিকার আইনের ৪০ ধারায় আটক টিকিট কালোবাজারি মো. আনজুকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডে দডিণ্ডত করেন। পরে র‌্যাব ও পুলিশ তাকে জেলা কারাগারে পৌঁছে দেয়।

    এদিকে জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খন্দকার আব্দুল্লাহ আল মাহমুদ জানান, যাত্রীদের কাছ থেকে কালোবাজারিচক্রের দৌরাত্ম্য নিয়ে আমরা অনেক অভিযোগ পাই। জনগণ উদ্যোগী না হলে এদেরকে ধরা খুব মুশকিল। এরপরও এখন থেকে টিকিট কালোবাজারি রোধে রেলস্টেশন ও আশপাশের এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান আরও জোরদার করা হবে।

    ওএফ

    জামালপুরে টিকিট কালোবাজারির কারাদণ্ড

    সারাদেশ

    অনুসন্ধান করুন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close