• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

শ্রমিক আন্দোলনে অচল বড়পুকুরিয়া কয়লা খনির কার্যক্রম

প্রকাশ:  ২২ মে ২০১৮, ১৮:৩৩
দিনাজপুর প্রতিনিধি

শ্রমিক আন্দোলনের মুখে বড়পুকুরিয়া কয়লা খনির কার্যক্রম অচল হয়ে পড়েছে। ১০ দিন ধরে বন্ধ রয়েছে খনির কয়লা উত্তোলন।

মঙ্গলবার(২২ মে) সকাল থেকে কয়লা খনির প্রধান ফটকের সামনে ১০ম দিনের মত অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ কর্মসূচি পালন করছে বড়পুকুরিয়া কয়লা খনির স্থানীয় অস্থায়ী খনি শ্রমিকেরা। চাকরি স্থায়ীকরণ, রেশন সুবিধা প্রদান, বৈশাখি ভাতা প্রদানসহ নানা বিষয়ে গত ১৩ মে থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করে ধর্মঘট পালন করে আসছে।

শ্রমিক ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম বলেন, ১৩ দফা বাস্তবায়নের জন্য আন্দোলনে নেমেছেন শ্রমিকরা। আজ বিকেলে আন্দোলনরত শ্রমিকদের সাথে খনি কতৃপক্ষের সাথে আলোচনায় বসার কথা রয়েছে।

আলোচনা ফলপ্রসু না হলে আগামীকাল কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলে জানান এই শ্রমিক নেতা।

বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের (বিসিএমসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী হাবিব উদ্দিন আহমদ বলেন, শ্রমিকদের সঙ্গে আলোচনার জন্য উচ্চ পর্যায়ের ৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা এসে শ্রমিকদের সঙ্গে আলোচনায় বসবেন। তার আগে শ্রমিকদের কাজে ফিরতে হবে।

এসএম

শ্রমিক আন্দোলন,বড়পুকুরিয়া কয়লা খনি,দিনাজপুর

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close