• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

গাইবান্ধায় বন্ধুকযুদ্ধে শীর্ষ মাদক ব্যবসায়ী নিহত

প্রকাশ:  ২৩ মে ২০১৮, ০৯:৪২
গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার পলাশবাড়ীতে র‌্যাবের সাথে গুলিবিনিময় কালে জেলার শীর্ষ মাদক ব্যবসায়ী রাজু মিয়া নিহত হয়েছে। এ সময় দুই র‌্যাব সদস্য আহত হয়েছে।

নিহত মাদক ব্যবসায়ী রাজু মিয়া পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের রায় গ্রামের মৃত জোব্বার মিয়ার ছেলে। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বিশ্রমগাতি এলাকায় মাদক কেনাবেচার সময় র‌্যাবের সাথে গুলিবিনিময় কালে সে নিহত হয়। ঘটনাস্থল থেকে র‌্যাব একটি বিদেশী পিস্তল, ৩ রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে। নিহত মাদক ব্যবসায়ী রাজুর বিরুদ্ধে ২৯টি মামলা রয়েছে।

র‌্যাব-১৩, গাইবান্ধার ক্যাম্প জানায়, গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বিশ্রমগাতি এলাকায় মাদক কেনাবেচা হচ্ছে এমন খবর জানতে পেয়ে র‌্যাবের একটি দল মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে মাদক উদ্ধারে গেলে মাদক ব্যবসায়ী রাজু মিয়া ও তার সহযোগিরা র‌্যাবের উপস্থিতি টের পেলে র‌্যাবের উপর গুলি চালায়।

এ সময় র‌্যাবও পাল্টা গুলি চালায়। গোলাগুলি চালাকালে মাদক ব্যবসায়ী রাজু মিয়া ঘটনাস্থলে নিহত হয়। এ সময় দুইজন র‌্যাব সদস্য আহত হয়।

গাইবান্ধায়,বন্ধুকযুদ্ধে,শীর্ষ,মাদক

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close