• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

পাবনা শহরের ফুটপাতে অবৈধ দখল উচ্ছেদ অভিযান

প্রকাশ:  ২৩ মে ২০১৮, ১৭:২৯
পাবনা প্রতিনিধি

যানজট নিরসন ও ফুটপাতে সাধারনের চলাচলে প্রতিবন্ধকতা দূরীকরণে পাবনা শহরে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। পাবনা জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে বুধবার দুপুরে এ অভিযান চালানো হয়।

জেলা প্রশাসক জসিম উদ্দিন, পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম, পৌর মেয়র কামরুল হাসান মিন্টুর নেতৃত্বে পরিচালিত অভিযানে পুলিশ, ডিবি ও র‌্যাব সদস্যরা অংশ নেয়।

এ সময় শহরের প্রধান সড়ক আব্দুল হামিদ রোডের শতাধিক ব্যবসা প্রতিষ্ঠানের সামনে ফুটপাত দখল করে নির্মান করা স্থাপনা উচ্ছেদ করা হয়। এছাড়া শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন কলেজে মাদক বিরোধী অভিযানে বেশ কয়েকজন মাদকসেবীকে আটক করে ভ্রাম্যমান আদালতে জেল জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসনের এই অভিযানকে সাধুবাদ জানিয়েছে শহরবাসী। উচ্ছেদ করা জায়গায় বা ফটুপাত যেন আবার দখল হয়ে না যায় সেদিকে দৃষ্টি রাখতে জেলা প্রশাসনের প্রতি আহবান জানিয়েছে শহরবাসী।

ওএফ

ফুটপাত,অবৈধ,অভিযান

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close