• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||

শীতলক্ষ্যা তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশ:  ২৪ মে ২০১৮, ০৯:৫৮
নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে অভিযান চালিয়ে ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) নারায়ণগঞ্জ নদী বন্দর। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩টি ডকইয়ার্ড ও ইট ব্যবসায়ীসহ ৫ হাকারকে ৫ লাখ ৪৬ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

বুধবার বেলা ১২টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত বন্দর উপজেলার সেন্ট্রাল খেয়াঘাট সংলগ্ন এলাকায় বিআইডব্লিউটিএ'র নির্বাহী ম্যাজিষ্ট্রেট শামীম বানু শান্তির নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতটি পরিচালিত হয়। এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক গুলজার আলী, উপ পরিচালক মোঃ শহীদুল্লাহ, সহকারী পরিচালক পারভেজ প্রমুখ।

সম্পর্কিত খবর

    বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক গুলজার আলী জানান, অভিযানে কয়েকটি ডকইয়ার্ডের মালিকপক্ষকে জরিমানা ছাড়াও ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং দখলকৃত অংশ অবমুক্ত করা হয়। অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নার্গিস নামের একটি ডকইয়ার্ডের মালিকপক্ষকে ১ লাখ টাকা, ইট ব্যবসায়ী রিপনকে ৩০ হাজার সহ ৫ জন হকারের কাছ থেকে ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

    এছাড়াও সাউথ ডকইয়ার্ড ও খান ডকইয়ার্ডকে ২ লাখ করে জরিমানা করা হয়। অনাদায়ে ১ মাস করে কারাদণ্ড প্রদান করা হয়। এগুলো ছাড়াও নদীর তীর থেকে জব্দকৃত ইট ও বালু ১ লাখ ২৬ হাজার টাকা নিলামে বিক্রি করা হয়। তিনি জানান, এ অভিযান ধারাবাহিক ভাবে চলবে।’

    সারাদেশ

    অনুসন্ধান করুন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close