• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||

বোরো চাল সংগ্রহ অভিযান শুরু

প্রকাশ:  ২৪ মে ২০১৮, ১৫:৪৯
দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে বীরগঞ্জে উপজেলা সরকারী খাদ্য গুদামে চলতি মৌসুমের বোরো চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। বুধবার সন্ধ্যায় বীরগঞ্জে খাদ্য বিভাগ এর আয়োজনে উপজেলা সরকারী খাদ্য গুদামে চলতি মৌসুমের বোরো চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।

উদ্বোধনকালে তিনি বলেন, বর্তমান সরকার কৃষকবান্ধব সরকার। ক্ষমতায় আসার পর কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য মুল্য দিয়ে আসছে আওয়ামীলীগ সরকার। সরকার কৃষকদের ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই সরকারের আমলে সার, কীটনাশকসহ কৃষি কাজে ব্যবহৃত সকল পন্যের মূল্য সহনীয়শীল রেখে দেশ পরিচালনা করে আসছেন। কৃষকদের আর সারের পিছনে ছুটতে হয় না, সারের জন্য দিতে হচ্ছে না জীবন। তাই এই সরকারকে আগামীতে পুণরায় নির্বাচিত করতে হবে।

সম্পর্কিত খবর

    উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আশরাফুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোফাজ্জল হোসেন, উপজেলা ভারপ্রাপ্ত খাদ্যগুদাম কর্মকর্তা মোঃ হাসনাত জামাল, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মো. নুর ইসলাম নুর, বীরগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি মো. মোশারফ হোসেন বাবুল প্রমুখ।

    জানা গেছে, চলতি বোরো মৌসুমে বীরগঞ্জ সরকারী খাদ্য গুদামে ৫ হাজার ৯৫৯ মেঃ টন চাল ৩৮ টাকা দরে ক্রয় করা হবে।

    সারাদেশ

    অনুসন্ধান করুন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close