• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ঝালকাঠিতে ৩৫টি স্থানে সিসি ক্যামেরা স্থাপন করেছে পুলিশ

প্রকাশ:  ২৪ মে ২০১৮, ১৯:৩৪
ঝালকাঠি প্রতিনিধি

নিরাপত্তা ব্যবস্থ্যা জোরদার করার জন্য ঝালকাঠি শহরের ৩৫টি স্থানে সিসি ক্যামেরা স্থাপন করেছে পুলিশ। আগামী ২৬ মে থেকে এসব ক্যামেরা চালু করা হবে বলে জানিয়েছে পুলিশ। সিসি ক্যামেরাগুলো শহরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে। এর ফলে চুরি, ছিনতাই, মাদক, জঙ্গিবাদ ও ইভ টিজিংয়ের বিরুদ্ধে পুলিশ দ্রুত ব্যবস্থা নিতে পারবে।

পুলিশ সূত্র জানায়, শহরবাসীকে নিরাপত্তার চাদরে ঘিরে রাখতে পুলিশ সিসি ক্যামেরা স্থাপনের বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন ঝালকাঠির পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান। পৌরসভার প্রবেশদ্বার গাবখান সেতু টোল, সুতালড়ি সেতু, কলেজ মোড়, কলেজ খেয়াঘাট, লঞ্চঘাট এলাকাসহ শহরের সবকটি সড়কে একটি করে মোট ৩৫টি সিসি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। এসব ক্যামেরা ঝালকাঠি পুলিশ সুপারের কার্যালয় থেকে নিয়ন্ত্রণ করা হবে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে শহরে টহল পুলিশকে তাৎক্ষণিক তথ্য দিয়ে অপরাধ কমিয়ে আনা সম্ভব হবে। এতে চুরি, ছিনতাই, মাদক, জঙ্গিবাদ ও ইভ টিজিং কমে আসবে।

এ ব্যাপারে ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার এম এম মাহামুদ হাসান বলেন, পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে শহরবাসীকে নিরাপত্তা দেওয়ার জন্য আমরা সিসি ক্যামেরা স্থাপন করেছি। এগুলো আগামী ১০ রমজান উদ্বোধন করা হবে। উদ্বোধনের পর থেকেই আমরা সিসি ক্যামেরার মাধ্যমে শহরের সব চিত্র অফিসে বসেই দেখতে পারবো। কোথাও কোন সমস্যা চোখে পড়লে তাৎক্ষণিক সমাধান করা হবে।

ওএফ

সিসি,ক্যামেরা,পুলিশ,স্থাপন

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close