• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

গলাকাটা বকুল গাছটিও কি সীমা লঙ্ঘনকারী!

প্রকাশ:  ২৪ মে ২০১৮, ১৯:৫১ | আপডেট : ২৪ মে ২০১৮, ১৯:৫৬
নওগাঁ প্রতিনিধি

পথের দ্বারের গাছগুলো ছাঁয়া দেয়, দেয় ফুল ও ফল। বকুল গাছের ফুল গন্ধ ছড়ায় । এই ফুলের গন্ধে এলাকার মনুষগুলোকে আকৃষ্ট করে রেখেছিল যে গাছটি, তা এখন শুধুই স্মৃতি।

নওগাঁ প্রধান সড়কের বরেন্দ্র অফিস সংলগ্ন ২০/২২ বছরের বকুল গাছটির নামানুসারে ওই ওই মোড়টির নাম হয়েছিল ‘বকুলতলার মোড়’ । রাস্তা সম্প্রসারণের নামে গাছ কাটা চলছে তারই ধারাবাহিকতায় এলাকার স্মৃতিবহ বকুল গাছটিও তা থেকে রক্ষা পায়নি। সড়ক সম্প্রসারনের জন্য যে টুকু জায়গা প্রয়োজন তার চেয়ে অনেকটা দুরেই ছিল বকুলগাছটির অবস্থান।

উপড়ে ফেলা না হলেও নিষ্ঠুর ভাবে গলা কেটে রাখা হয়েছে গাছটির। এখন প্রধান সড়ক বেয়ে যাওয়া হাজার হাজার পথচারীদের নজর কাড়ছে গলাকাটা একটি গাছ। তবে চারধারে ইঁটের গাঁথুনি দিয়ে সংরক্ষণ করে তাতে ‘বকুল তলার মোড়’ লিখা থাকায় কারো আর বুঝতে অসুবিধা হচ্ছেনা যে, এটিই সেই বকুল গাছ। এ গাছটি কেন কাটা হলো তার জবাব কে দেবে?।

ওএফ

গলা কাটা,গাছ,সীমা,লংঘনকারী

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close