• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বগুড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী পালিত

প্রকাশ:  ২৫ মে ২০১৮, ১৫:২৯
বগুড়া প্রতিনিধি

১১ জ্যৈষ্ঠ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৯তম জন্মবার্ষিকী বগুড়ায় পালিত হয়েছে। আমরা ক’জন শিল্পী গোষ্ঠী’র উদ্যোগে সকাল সাড়ে ১০টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা, হামদ নাত, ইসলামিক গান ও কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক লায়ন আব্দুল মোবিন জিন্নাহ্’র সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন হাইওয়ে পুলিশ বগুড়া রিজিওয়নের পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান। হামদ, নাদ ও ইসলামিক গান পরিবেশন করে রেহনুমা শারমিন। দলীয় কবিতা আবৃত্তিতে অংশ নেয় উম্মে হাসনাত শাহনাজ, তানজিনারা আকতার, তাসনীম ত্রয়ী, মৃত্তিকা মোস্তফা জীম, জারিফ মুশরারাত মায়িশা, সুয়াদ নাওয়াস তিহাম, আজমাইন ইনকিয়াদ, কবিতা আবৃত্তি করেন লায়ন আব্দুল মোবিন জিন্নাহ্। মাহাবুব হাসান সোহাগ-এর পরিচালনায় নৃত্য পরিবেশন করে সংগঠনের শিল্পীরা। মাসুকুর রহমান সুরুজ এর সঞ্চালনায় বাংলাদেশ শিশু একাডেমী কর্তৃক আয়োজিত জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারী আমরা ক’জন শিল্পী গোষ্ঠী’র শিশু নৃত্যশিল্পী নওশীন সাইয়ারা নুহা’কে সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সম্পর্কিত খবর

    এদিকে জাতীয় কবির জন্মদিন উপলক্ষে শুক্রবার বেলা ১১টায় বগুড়া নজরুল গবেষণা কেন্দ্রের আলোচনা প্রতিষ্ঠাতা সভাপতি ডাঃ আর এ এম তারেকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম লেবুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট আইনজীবী ও বগুড়া বারের সাবেক সেক্রটারী এ্যাড, আল মাহমুদ, দৈনিক ইনকিলাবের বিশেষ সংবাদদাতা মহসিন রাজু, প্রবীন সাংবাদিক মুরশিদ আলম, প্রতীক ওমর ,এ্যাড. শেখ রেজাউর রহমান মিন্টু এ্যাড আলমগীর হোসেন, ব্যাংকার মোঃ ওসমান গনী, ভুমি কর্মকর্তা আপেল মাহমুদ, সংগীত প্রশিক্ষক আব্দুল আউয়ালসহ রকন বিশ্বাস, শামমিা আকতার মায়া,কাজী আরেফ বিল্লাহ বিলু প্রমুখ।

    সারাদেশ

    অনুসন্ধান করুন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close