• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

মাদকের ভাগবাটোয়ারা নিয়ে সংঘর্ষে আহত ৫০

প্রকাশ:  ২৬ মে ২০১৮, ০৯:৫১
হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের বাহুবল উপজেলায় মাদকের ভাগবাটোয়ারা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন। শুক্রবার (২৫ মে) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার স্নানঘাট বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদেরকে উদ্ধার করে বাহুবল ও হবিগঞ্জ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার দক্ষিণ স্নানঘাট গ্রামের মাদক ব্যবসায়ী বশির মিয়াকে মাদক বিক্রিতে বাধা দেন কলেজ ছাত্র মহিদ। এর জের ধরে দুপুরে তাদেরর মধ্যে কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে শুক্রবার বিকালে মাদক ব্যবসায়ীর লোকজন একত্রিত হয়ে কলেজ ছাত্র মহিদের লোকদের ডাকাডাকি শুরু করে। পরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষে অর্ধশতাধিক লোকজন আহত হয়। সংঘর্ষের খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আনেন।

বাহুবল মডেল থানার ওসি মোঃ মাসুক অলী বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

মাদক,সংঘর্ষ

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close