• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বিদেশী পিস্তলসহ যুবক গ্রেফতার

প্রকাশ:  ২৬ মে ২০১৮, ১০:০৭
রাজশাহী প্রতিনিধি

রাজশাহীর মতিহার থানার চর খানপুর এলাকার সীমানে থেকে বিদেশী পিস্তলসহ এক যুবককে গ্রেফতার করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) সদস্যরা। শুক্রবার বিকেলে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতের নাম নাঈম ইসলাম (২৪)। সে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার দাসপুকুর বউবাজার এলাকার আক্কাছ আলীর ছেলে। এ ঘটনায় আরো দুইজন পলতাক আছে। এরা হলো রাজপাড়া থানার চন্ডিপুর এলাকার অনন্ত মিয়া (২৪) ও আল আমিন (২৫)।

বিজিবি’র এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মতিহার থানাধীন সীমান্ত পিলার ১৬৩/১-এস হতে ১০০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে খানপুর পদ্মা নদীরচরে টহল দেয়ার সময় নাঈম ইসলামকে বিদেশী পিস্তলসহ গ্রেফতার করা হয়। এসময় অনন্ত মিয়া ও আল আমিন নামে দুইজন পালিয়ে যায়।

বিদেশী পিস্তলসহ দুটো ম্যাগাজিন, ৫ রাউন্ড গুলি, সীমসহ মোবাইলসেট, নগদ এক হাজার টাকা জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য এক লাখ ৩ হাজার ৫০০ টাকা। এ ব্যাপারে মতিহার থানায় মামলা দায়ের করা হয়েছে।

পিস্তল,গ্রেফতার

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close