• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

অবৈধ অনুপ্রবেশ কালে দুই বাংলাদেশি আটক

প্রকাশ:  ২৬ মে ২০১৮, ১৩:৪৫ | আপডেট : ২৬ মে ২০১৮, ১৪:২৬
মৌলভীবাজার প্রতিনিধি

ভারতে অবৈধ অনুপ্রবেশ কালে দুই বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আটকৃত দুই বাংলাদেশী সম্পর্কে স্বামী-স্ত্রী এবং চার বছরের একটি বাচ্চাও রয়েছে তাদের সাথে। আটকের ৭ঘন্টা পর বিএসএফ কর্তৃক বিজিবির হাতে তুলে দিলে রাত ১১টায় কুলাউড়া থানায় তাদের হস্তান্তর করা হয়।

আটক দুই বাংলাদেশি হল মৌলভীবাজার থানা এলাকার বানশ্রী গ্রামের মৃত- নির্মুনী ঘোষের ছেলে সুমিত ঘোষ (৩৬), স্ত্রী ঝর্ণা ঘোষ (২৮) ও ছেলে শ্রী দুর্জয় ঘোষ (৪)। শুক্রবার শরীফপুর ইউনিয়নের চাতলাপুর এলাকা দিয়ে নৌকা যুগে ভারতে প্রবেশ করে তারা। সেখানে বিএসএফ তাদের আটক করে।

সম্পর্কিত খবর

    ৪৬ বিজিবি শ্রীমঙ্গল সেক্টর কমান্ডার কর্ণেল জাহিদ হোসেন জানান, শুক্রবার (২৫ মে) দুপুর ১২টার দিকে চাতলাপুর এলাকা দিয়ে জামান নামের এক দালালের সহযোগীতায় তারা নৌকা দিয়ে ভারতে প্রবেশ করে।

    এ সময় বিএসএফ তাদের চ্যালেঞ্জ করলে বাংলাদেশী পাসপোর্ট দেখাতে পারেনি। পরে শুক্রবার (২৫ মে) সন্ধ্যা সোয়া ৭টায় আমাদের কাছে হস্তান্তর করে। আমরা রাত ১১টায় কুলাউড়া থানায় হস্তান্তর করি।

    সারাদেশ

    অনুসন্ধান করুন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close