• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ফেসবুকের জন্য মেধা হারাচ্ছে দেশ: রওশন এরশাদ

প্রকাশ:  ২৬ মে ২০১৮, ১৯:৩৩
ময়মনসিংহ প্রতিনিধি

বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ বলেছেন, ছেলে-মেয়েরা আজকাল ফেসবুক নামক এক ভয়াল থাবার মধ্যে পড়েছে, তারা এই ফেসবুকে মত্ত থেকে লেখাপড়ায় আগ্রহ হারাচ্ছে। দেশ আস্তে আস্তে ফেসবুকের এই কুফলে মেধা হারাচ্ছে। এই ভয়াল থাবা হতে তরুণ প্রজন্মকে ও ভবিষ্যত প্রজন্মকে রক্ষা করতে তাদের লেখাপড়ায় মনোনিবেশ করতে হবে। এজন্য অভিভাবকদেরও বিশেষ ভূমিকা পালন করতে হবে।

শনিবার (২৬ মে) দুপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় পর্যায়ে তিনদিন ব্যাপী নজরুল জন্মজয়ন্তীর ২য় দিনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিরোধীদলীয় এ নেত্রী ত্রিশালে নজরুল নিকেতন প্রতিষ্ঠা করার ঘোষণা দেন। তিনি বলেন, নজরুল নিকেতন প্রতিষ্ঠার জন্য খুব দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। কারণ নজরুলের বিচরণ দেশের বিভিন্ন প্রান্তে থাকলেও ত্রিশালের মানুষ যেভাবে তাকে আপন করে নিয়েছে তা সত্যিই ব্যতিক্রম।

প্রধান অতিথির বক্তব্যে রওশন এরশাদ আরও বলেন, নজরুলকে প্রথম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম বাংলাদেশে নিয়ে এসে তার জন্য বাড়ি বরাদ্ধ ও ভাতার ব্যবস্থা করেছিলেন। কবি নজরুলের মত বহু গুনে গুনান্বিত এরকম প্রতিভাবান পৃথিবীর ইতিহাসে বিরল। সাহিত্যের এমন কোন অঙ্গন নেই যেখানে তার কোন বিচরন নেই।

ময়মনসিংহের ত্রিশালের দরিরামপুরে নজরুল একাডেমীর মাঠে ময়মনসিংহ জেলা প্রশাসক ড. সুভাস চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ ৮ আসনের সাংসদ ফখরুল ইমাম, ময়মনসিংহ ৫ আসনের এমপি সালাউদ্দিন মুক্তি, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন, ময়মনসিংহ পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, জেলা আওয়ামীরীগের সভাপতি এডভোকেট জহিরুল হক, শহর আওয়ামীলীগের সভাপতি এহতেশামুল হক,জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, ত্রিশাল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর রিপন। নজরুল স্বারক বক্তা ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক বিশ্বজিত ঘোষ।

/এসএম

রওশন এরশাদ,এরশাদ

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close