• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

পাবনায় মনোনয়ন প্রত্যাশীদের ইফতার মাহফিলের হিড়িক

প্রকাশ:  ১১ জুন ২০১৮, ১২:১৫
পাবনা প্রতিনিধি

পবিত্র মাহে রমজান উপলক্ষে পাবনা-৩ এলাকায় (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) চলছে ইফতার মাহফিলের হিড়িক। সামাজিক-সাংস্কৃতিক-পেশাজীবী-রাজনৈতিক-আঞ্চলিক সংগঠনের ইফতার মাহফিল হচ্ছে সমানতালে। তবে এক্ষেত্রে এগিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন প্রত্যাশীরা। ইফতার মাহফিলের পাশাপাশি তারা চালিয়ে যাচ্ছেন নির্বাচনী প্রচারণা।

মনোনয়ন প্রত্যাশীরা নিজেদের কর্মপরিকল্পনা তুলে ধরে নিজের প্রার্থীতার কথা জানান দিচ্ছেন উপস্থিত সবার মাঝে। তাই সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, এই ইফতার রাজনৈতিক মাহফিলে রুপ নিচ্ছে।

জানা গেছে, পাবনা-৩ আসনে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে গত ৪ জুন সোমবার জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবদুল হামিদ মাস্টার, ৭ জুন বৃহস্পতিবার ভাঙ্গুড়ায় আওয়ামী লীগের কেন্দ্রিয় উপ-কমিটির সাবেক সহ সম্পাদক মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আবদুল আলীম, ৯ জুন শনিবার জিয়া সাংস্কৃতিক জোটের কেন্দ্রিয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি বিশিষ্ট শিল্পপতি হাসানুল ইসলাম রাজা ব্যক্তিগতভাবে ইফতার মাহফিলের আয়োজন করেন।

প্রতিটি ইফতার মাহফিলে রাজনৈতিক নেতাকর্মী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহণ করেন। এছাড়া প্রতিদিন উপজেলা প্রতিটি অঞ্চলে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন আয়োজিত ইফতার মাহফিলে অংশ নিচ্ছেন মনোনয়ন প্রত্যাশীরা। মোটর সাইকেলের বহর নিয়ে ছুটে চলেছেন এক প্রান্ত থেকে অন্যপ্রান্তে।

এদিকে সোমবার (১১ জুন) আওয়ামী লীগের কেন্দ্রিয় উপ-কমিটির সাবেক সহ সম্পাদক মনোনয়ন প্রত্যাশী আতিকুর রহমান আতিক চাটমোহর ডিগ্রি কলেজ মাঠে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন। আগামী কয়েকদিনে আরও দু’একজন মনোনয়ন প্রত্যাশী ইফতার মাহফিলের আয়োজন করতে পারেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

ইফতার মাহফিলের আড়ালে মনোনয়ন প্রত্যাশীদের নির্বাচনী প্রচারণা এখন পাবনা-৩ এলাকার সাধারণ মানুষের মুখে মুখে। মনোনয়ন প্রত্যাশীদের দৌড়ঝাঁপের ফলে এ অঞ্চলের সাধারণ ভোটারদের মাঝে বইছে নির্বাচনী হাওয়া।

ইফতার,মনোনয়ন

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close