• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
  • ||

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে দু’দিনে গ্রেফতার ৩৫

প্রকাশ:  ২৪ জুন ২০১৮, ১০:৩৪ | আপডেট : ২৪ জুন ২০১৮, ১০:৪৫
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের সকল থানা এলাকায় গত বৃহস্পতিবার দুপুর থেকে শুক্রবার রাত পর্যন্ত দু’দিনে র‌্যাব ও তিনজন এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেটের যৌথ মাদকবিরোধী অভিযানে ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের ৩৪ জনকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে তাঁদের ৩৩ জনকে ১ মাস থেকে ৬ মাস পর্যন্ত কারাদণ্ড দেন আদালত। ১জনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। কারাদণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে।

পূর্বপশ্চিম বিশ্বকাপ কুইজে অংশ নিতে ক্লিক করুন।

অভিযানে জব্দ ২ কেজি ৯শ’গ্রাম গাঁজা, সাড়ে ৩ হাজার লিটার চোলাই মদ ও বিভিন্ন মাদকসেবন সরঞ্জাম ঘটনাস্থলে ম্যাজিষ্টেটদের সামনে ধ্বংস করা হয়েছে।

শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫ ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাঈদ আবদুল্লাহ আল মুরাদ জানান, বৃহস্পতি ও শুক্রবার বিভিন্ন মাদক স্পট থেকে প্রকাশ্যে মাদকসেবনের দায়ে ৩৪ জনকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ডিত করা হয়েছে। এরা সকলেই চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা।

এছাড়া বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় জেলার শিবগঞ্জ উপজেলার রানীহাটী হলমোড় এলাকার একটি আম বাগান থেকে ২ কেজি ২শ’গ্রাম গাঁজাসহ র‌্যাবের হাতে গ্রেফতার হন তবুর উদ্দিন (৫০)। তিনি শিবগঞ্জের সত্রাজিতপুরের হেরাজউদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসায় জড়িত বলে জানিয়েছে র‌্যাব।

ওএফ

গ্রেফতার,মাদকবিরোধী

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close