• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

উন্নয়নকাজ সমন্বয়ে আল্টিমেটাম ১৫ দিনের

প্রকাশ:  ২৪ জুন ২০১৮, ১৭:২৭
নিজস্ব প্রতিনিধি

চট্টগ্রামের উন্নয়নকাজকে এগিয়ে নিতে বিভিন্ন সেবা সংস্থার চলমান প্রকল্পের ধরণ জানাতে ১৫ দিনের সময় নির্ধারণ দিয়েছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

রোববার (২৪ জুন) বিকেলে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সম্মেলন কক্ষে বিভিন্ন সেবা সংস্থার প্রধানদের নিয়ে সমন্বয়সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আ জ ম নাছির উদ্দীন জানান, 'চট্টগ্রামকে এগিয়ে নিতে সেবাসংস্থাগুলো বিভিন্ন উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে এবং বাস্তবায়ন করছে। এসব প্রকল্পগুলো সমন্বয়েরর মাধ্যমে করতে হবে। উন্নয়ন কাজ করতে গিয়ে নগরবাসী যাতে কোন সমস্যায় না পড়ে, সেই লক্ষ্যে সমন্বয় সভায় বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নেওয়া জলাবদ্ধতা প্রকল্প, হালদা নদীকে দূষণ থেকে বাঁচানোর উদ্যোগ, নগরের যানজট নিরসনে ট্রাক-বাস টার্মিনাল নির্মাণ প্রকল্প নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। /এস এস

চট্টগ্রাম,সিটি,কর্পোরেশন,নাছির,মেয়র

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close