• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

প্রশংসাপত্র পেতে গুনতে হচ্ছে পাঁচশো টাকা

প্রকাশ:  ২৪ জুন ২০১৮, ১৭:৪৮
নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর ইউপির জামেয়া শরাফাতিয়া ইসলামিয়া ফাযিল মাদ্রাসায় সদ্য দাখিল পাস করা শিক্ষার্থীদের প্রশংসা পত্র প্রদানে অনিয়মের অভিযোগ উঠেছে। প্রতি প্রশংসাপত্র বাবদ পাঁচশো টাকা করে অর্থ আদায় করছেন প্রতিষ্ঠানটির প্রধান।

অভিযোগের ভিত্তিতে সরেজমিন অনুসন্ধানে দেখা যায়,৫০০টাকার কমে কোন শিক্ষার্থীকে প্রশংসা পত্র দিচ্ছেনা মাদ্রাসা কর্তৃপক্ষ।

এ ব্যাপারে জানতে চাইলে অধ্যক্ষ রুহুল আমিন বলেন, সরকারি নিয়ম না থাকলেও আগে থেকেই প্রশংসা পত্রের জন্য টাকা দিতে হয়।

'কেন টাকা দিতে হবে' প্রতিবেদকের এমন প্রশ্নের জবাবে অধ্যক্ষ রুহুল আমিন বলেন, শিক্ষার্থীরা এখানে ভর্তি না হয়ে অন্য প্রতিষ্ঠানে ভর্তি হবে কেন? এজন্য তাদের থেকে টাকা নিতে হচ্ছে।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জামিরুল ইসলাম জানান, আইন লঙ্ঘন করে অর্থ আদায় করলে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ মো.কামাল পারভেজ জানান, যদি কোন প্রতিষ্ঠান এমন কাজে লিপ্ত হয়,তবে প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। /এস এস

নোয়াখালী,দুর্নীতি,প্রশংসাপত্র

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close