• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১৬

প্রকাশ:  ১৩ জুলাই ২০১৮, ১৮:০৮
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের মাদকবিরোধী অভিযানে গ্রেফতারকৃত ১৬ জনকে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্য্যমাণ আদালত। বৃহস্পতিবার (১২ জুলাই) বেলা ১১টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত জেলা সদরের বিভিন্ন মাদক স্পটে অভিযান চালিয়ে প্রকাশ্যে মাদকসেবনের দায়ে ওই ১৬ জন মাদকসেবী ও মাদকব্যবসায়ীকে গ্রেফতার করে র‌্যাব।

তাঁদের কারাদণ্ড প্রদান করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে গ্রেফতারকৃতদের নিকট থেকে জব্দ হয় ১.৩ কেজি গাঁজা, ৯শ’লিটার চোলাই মদ, ৬ আ্যাম্পুল নেশার ইনজেকশন ও বিভিন্ন মাদকসেবন সামগ্রী। এগুলো ম্যাজিস্ট্রেট উপস্থিতিতে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। চাঁপাইনবাবগঞ্জে র‌্যাব-৫ ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাঈদ আবদুল্লাহ আল মুরাদ শুক্রবার বিকেলে জানান, দণ্ডিতদের বৃহস্পতিবার রাতে কারাগারে পাঠানো হয়েছে।

/পি.এস

চাঁপাইনবাবগঞ্জ,মাদকবিরোধী

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close