• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে উপজেলা প্রশাসন

প্রকাশ:  ১৭ জুলাই ২০১৮, ২১:০৩
মৌলভীবাজার প্রতিনিধি

অতিবৃষ্টি আর পাহাড়ি ঢলে মনু নদীর বাঁধ ভেঙ্গে সৃষ্ট আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ফ্রি স্বাস্থ্য সেবা ও ওষুধ দেওয়া শুরু করেছে কুলাউড়া উপজেলা প্রশাসন। এ উদ্যোগ হাতে নেওয়াতে ইতোমধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে কুলাউড়া উপজেলা প্রশাসন।

উপজেলা প্রশাসন সোমবার (১৬ জুলাই) আনুষ্ঠানিক উদ্বোধন করে ফ্রি মেডিকেল ক্যাম্পের। যা অব্যাহত রয়েছে। এতে সহায়তা করছে ব্রাহ্মণবাজার খ্রীষ্টিয়ান প্রকল্প (মিশন হাসপাতাল) ও গ্রামীণ স্বাস্থ্য কর্মী প্রশিক্ষণ প্রকল্প।

সম্পর্কিত খবর

    কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মোহাম্মদ গোলাম রাব্বী ও কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুরুল হকের একান্ত প্রচেষ্টায় পাঁচটি ইউনিয়নের কয়েক হাজার মানুষের মধ্যে বিনামূল্য চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা শুরু করা হয়েছে।

    ইতিমধ্যে উপজেলার পৃথিমপাশা ও কমর্ধা ইউনিয়নের বাসিন্দা কয়েক শত মানুষের মধ্যে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান সম্পন্ন হয়েছে।

    উপজেলা প্রশানকে ধন্যবাদ জানিয়ে পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবাব আলী বাকর খান বলেন-‘বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদানে আমার ইউনিয়নের ক্ষতিগ্রস্ত মানুষ খুব উপকৃত হয়েছে।’

    কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুরুল হক জানান -‘এমন মহান উদ্যোগ আমরা সফল করতে চেষ্টা করছি। আমার হাসপাতালের সকল কর্মকর্তাগনকে ধন্যবাদ জানাই কেননা তারা সকলেই আমাকে সহযোগীতা করছে।’

    কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌ: মো. গোলাম রাব্বী বলেন-‘উপজেলা প্রশাসনের আয়োজনে ফ্রি স্বাস্থ্য সেবা ও ওষুধ দেওয়া হচ্ছে। সেটা অব্যাহত থাকবে। বন্যায় আক্রান্ত মোট পাঁচটি ইউনিয়নের মানুষের মাঝে এ সেবা দেওয়া হবে।’

    উপজেলা পরিষদের চেয়ারম্যান আ.স.ম কামরুল ইসলাম জানান-‘আমার উপজেলাকে দারিদ্রমুক্ত করতে উপজেলা প্রশাসন ঐক্যবদ্ধ। জননেত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়ন করতেই আমাদের এ প্রচেষ্টা। এ ধারা অব্যাহত থাকবে। ক্ষতিগ্রস্ত মানুষের সু-স্বাস্থ্য নিশ্চিত করতে আমরা এ উদ্যোগ গ্রহণ করেছি।’

    ওএফ

    সারাদেশ

    অনুসন্ধান করুন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close