• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

বিসিএস ক্যাডার হয়ে চাকরিতে যোগ না দিয়ে রাজনীতিতে মনীষা

প্রকাশ:  ১৯ জুলাই ২০১৮, ০০:১৬
পূর্বপশ্চিম ডেস্ক

মনীষা চক্রবর্তী। শ্রমিকদের অধিকার আদায়ে সোচ্চার তিনি। বরিশাল শহরে প্রান্তিক মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে রাজপথে কয়েক বছর ধরেই সক্রিয়। তাই তো শ্রমিকদের মধ্যে জনপ্রিয় তিনি।

বলছিলাম বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) নেত্রী মনীষা চক্রবর্তীর কথা। তিনি ৩৪তম বিসিএসে স্বাস্থ্য ক্যাডারে নিয়োগ পান। কিন্তু সরকারি চাকরিতে যোগ না দিয়ে এই চিকিৎসক রাজনীতির সঙ্গেই যুক্ত হন।

শুধু তাই নয়, বিনা পয়সায় গরিব মানুষকে চিকিৎসা দেন, শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের আন্দোলনে থাকেন তিনি।

এবার সেই মনিষা মেয়র পদে নির্বাচন করছেন। বরিশাল সিটি নির্বাচনে এবারই প্রথম কোনো নারী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।

বাসদের নেতারা জানান, শ্রমিক ও বস্তিবাসীর ‘দিদি’ মনীষা সিটি নির্বাচনে ভালো ভোট পাবেন।

এদিকে বরিশালে প্রথমবারের মতো মেয়র পদে নারীর প্রতিদ্বন্দ্বিতাকে ইতিবাচকভাবে দেখছে বড় দুই দল। বরিশাল মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল হক বলেন, সব ক্ষেত্রে নারীর এগিয়ে আসাকে সাধুবাদ জানাই।

অন্যদিকে বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি গোলাম আব্বাস চৌধুরী বলেন, মেয়র পদে নারী প্রার্থীর অংশগ্রহণ ইতিবাচক। তার জন্য শুভকামনা।

বিসিএস,মনীষা চক্রবর্তী

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close