• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

রাস্তা দেবে যোগাযোগ বিচ্ছিন্ন, ভোগান্তিকে ১০ হাজার মানুষ

প্রকাশ:  ২২ জুলাই ২০১৮, ১৩:১১
বরিশাল প্রতিনিধি

অস্বাভাবিক জোয়ারের চাপে সড়ক ও জনপথ বিভাগের পিরোজপুরের মিরুখালী-ধানীসাফা ইউনিয়নের সড়কটি ৫ থেকে ৬ স্থান দেবে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে করে ৫ কিলোমিটার দীর্ঘ সড়ক সংলগ্ন কয়েকটি স্কুল-মাদরাসার শিক্ষার্থীসহ প্রায় ১০ হাজার লোকের চলাচলে চরম দুর্ভোগে পড়েছে।

স্থানীয়রা জানায়, মিরুখালী বাজার সংলগ্ন ডিলার বাড়ির সামনে ও তেুলুবাড়িয়া গ্রামের উঁচু ব্রিজের নিকট রাস্তা সম্পূর্ণ ভেঙে বড় বড় নালার সৃষ্টি হয়েছে। ভাঙা স্থানে কলা ও সুপারি গাছ দিয়ে অস্থায়ীভাবে চলাচলের কাজ চালিয়ে নিচ্ছেন এলাকাবাসী। তবে রাস্তা পাশে কয়েকটি স্কুল ও কলেজের শিক্ষার্থীরা চলাচলে চরম বিপাকে পড়েছে।

অটোরিকশা চালক মো. হাবিবুল্লাহ জানান, ঠিকাদারের দায়সারা নিম্নমানের কাজের কারণে রাস্তা ভেঙে যাচ্ছে। এছাড়া পানির চাপে প্রায়ই রাস্তা কোনো না কোনো স্থান দেবে গেছে। তখন আমরা নিজেরা চাঁদা তুলে রাস্তা মেরামত করি।

এদিকে রাস্তা সংলগ্ন বেগম শেখ ফজিলাতুন্নেছা মহিলা কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবুল কালাম শরীফ শিক্ষার্থীদের জন্য রাস্তাটি দ্রুত মেরামতের দাবি জানিয়েছেন।

পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের এসডিও মো. ওয়াহিদুজ্জামান সাংবাদিকদের জানান, চলাচলের জন্য রাস্তাটি জরুরি ভিত্তিতে মেরামতের ব্যবস্থা করা হয়েছে।

ওএফ

রাস্তা

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close