• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে ২৫ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

প্রকাশ:  ২৩ জুলাই ২০১৮, ১৮:০৫
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ শহরের খাল ঘাটে মহানন্দা নদী তীরে মৎস দপ্তরের অভিযানে মহানন্দা নদী থেকে জব্দকৃত ২৫ হাজার মিটার (৯৫টি) অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাসুদ রানা বলেন, চলমান মৎস সপ্তাহের অংশ হিসেবে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সদর উপজেলার খাল ঘাট থেকে বালিয়াডাঙ্গা ইউনিয়নের পিয়ারাপুর পর্যন্ত মহানন্দা নদীতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত ও মৎস দপ্তর।

সম্পর্কিত খবর

    এসময় প্রায় ৩ লক্ষ টাকা মূল্যের ২৫ হাজার মিটার (৯৫টি) অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে দুপুর আড়াইটায় খাল ঘাটে জালগুলি ভ্রাম্যমান আদালতের নির্দেশে পুড়িয়ে ধ্বংস করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট মাসুদুর রহমান, জেলা মৎস কর্মকর্তা ড.আমিমুল এহসান সহ সংশ্লিস্টরা উপস্থিত ছিলেন। অভিযানকালে অবৈধ উপায়ে মৎস শিকারের অভিযোগে একজন জেলেকে ২শ’ টাকা জরিমানাও করা হয়।

    ওএফ

    সারাদেশ

    অনুসন্ধান করুন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close