• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

৬ যানবাহনের অর্থদণ্ড, ফিটনেস বিহীন তিনটি বাস জব্দ

প্রকাশ:  ০৮ আগস্ট ২০১৮, ১৮:৩৯ | আপডেট : ০৮ আগস্ট ২০১৮, ১৮:৪১
ফেনী প্রতিনিধি

ফেনীতে নিরাপদ সড়ক রক্ষায় ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে ফেনী জেলা প্রশাসন। অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা। এসময় ৬ যানবাহনের অর্থদণ্ড ফিটনেস বিহীন তিনটি বাস জব্দ করা হয়।

ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, পশ্চিম রামপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে র‌্যাব ক্যাম্পের সামনে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোট ৬টি যানবাহনের চালককে ফিটনেস, ড্রাইভিং লাইসেন্স ও রেজিস্ট্রেশন না থাকার কারণে ৬টি মামলা

প্রদান করা হয় ও ১১ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। এর মাঝে কুমিল্লা থেকে ফেনী যাতায়াতকারী যমুনা পরিবহনের চট্ট মেট্রো জ-১১-০৮৭৩, ফেনী থেকে সোনাগাজী চলাচলকারী নিশাত পরিবহনের ঢাকা মেট্রো ব-২৮৫৯ ও মা-বাবার দোয়া পরিবহনের বারইয়ারহাট থেকে ফেনী চলাচলকারী ঢাকা মেট্রো চ-৪২৫৪ গাড়ি তিনটি ফিটনেস না থাকায় জব্দ করে আদালত।

অভিযানে ট্রাফিক ইন্সপেক্টর সাইফুল ইসলাম ও জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

ফেনী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা অভিযানে ৬ যানবাহনের অর্থদণ্ড, ফিটনেস বিহীন তিনটি বাস জব্দ করার তথ্য নিশ্চিত করেছেন।

ওএফ

অর্থদণ্ড

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close