• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

পিরোজপুরে এক স্কুলছাত্রীকে অপহরণের দায়ে যুবকের ১৪ বছর কারাদণ্ড

প্রকাশ:  ১৪ আগস্ট ২০১৮, ২০:৪৭
বরিশাল প্রতিনিধি

পিরোজপুরে এক স্কুলছাত্রীকে (১৪) অপহরণের দায়ে এমদাদুল হক (২৫) নামে এক যুবককে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৪ আগস্ট) দুপুরে পিরোজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মিজানুর রহমান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত এমদাদুল হক পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুর গ্রামের মৃত মইন উদ্দিনের ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, ২০১০ সালের ১৪ আগস্ট সকালে বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়ন পরিষদ এলাকার ব্রিজের ওপর থেকে মেয়েটিকে জোর করে তুলে নিয়ে যায় এমদাদুল হক। ঘটনার পরদিন (১৫ আগস্ট) মেয়েটির বাবা বাদী হয়ে এমদাদুল হককে আসামি করে পিরোজপুর সদর থানায় অপহরণের অভিযোগে মামলা দায়ের করেন। এরপর পুলিশ মেয়েটিকে উদ্ধার করে ও এমদাদুল হককে গ্রেফতার করে।

ওই বছরের ১৩ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা (এসআই) পিরোজপুর সদর থানার তৎকালীন উপ পরিদর্শক (এসআই) মাহফুজ হোসেন এমদাদুল হকের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। আদালত নয় জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি আব্দুর রাজ্জাক খান।

ওএফ

কারাদণ্ড,যুবক

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close