• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

জামালপুরে মুক্তিযোদ্ধার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশ:  ০৬ সেপ্টেম্বর ২০১৮, ২১:৩৬
জামালপুর সংবাদদাতা

জামালপুরের ইসলামপুরে মুক্তিযোদ্ধা আব্দুল গফুর প্রধানকে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করেছে মুক্তিযোদ্ধা ও স্থানীয় আওয়ামী লীগসহ সর্বস্তরের মানুষ।

বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে ইসলামপুর থানা মোড়ে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

ইসলামপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ব্যানারে ইসলামপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মানিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচীতে নির্যাতিত মুক্তিযোদ্ধা আব্দুল গফুর প্রধান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুখলেছুর রহমান হিরু, সাবেক ডেপুটি কমান্ডার সুজাত আলী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জিয়াউল হক, সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র আব্দুল কাদের শেখসহ স্থানীয় মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান ও সুশীল সমাজের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

বক্তারা মুক্তিযোদ্ধা গফুর প্রধানের নির্যাতনকারী কুখ্যাত রাজাকার পরিবারের সন্তান শাহীন চৌধুরীসহ তাদের দোসরদের গ্রেফতারের দাবি জানান। অন্যথায় বড় ধরণের কর্মসূচী দেয়ার ঘোষণা দেয়া হয় মানববন্ধন থেকে।

উল্লেখ্য, ৩১ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদৎ বার্ষিকী উপলক্ষে সদর ইউনিয়নের গঙ্গাপাড়ায় এক জনসভায় স্থানীয় এমপি ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান হাবিুবুর রহমান শাহীন চৌধুরীকে রাজাকার পরিবারের সন্তান বলায় ০১ সেপ্টেম্বর শাহীন চৌধুরী ও তার অনুসারীরা মুক্তিযোদ্ধা আব্দুল গফুর প্রধানকে বেধড়ক পিটিয়ে আহত করে। তাকে প্রথমে জামালপুর পরে ঢাকায় চিকিৎসা দেয়া হয়।

এ বিষয়ে ০৫ সেপ্টেম্বর গেরিলা মুক্তিযোদ্ধা আব্দুল গফুর প্রধান বাদী হয়ে ইসলামপুর থানায় শাহীন চৌধুরীসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

/এসএফ

জামালপুর,মুক্তিযোদ্ধা,হামলা

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close