• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বাড়ছে ব্রহ্মপুত্র, ধরলা ও তিস্তার পা‌নি

প্রকাশ:  ১৪ সেপ্টেম্বর ২০১৮, ১৬:০০
কুড়িগ্রাম প্রতিনিধি

উজান থেকে নেমে আসা ঢল ও বৃষ্টির পানিতে কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলা ও তিস্তা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘন্টায় তিস্তা নদীর পানি কাউনিয়া পয়েন্টে ১২ সেন্টিমিটার, ব্রহ্মপুত্রের পানি চিলমারী পয়েন্টে ৫ সেন্টিমিটার ও নুন খাওয়া পয়েন্টে ৫ সেন্টিমিটার, ধরলার পানি সেতু পয়েন্টে ১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

এতে করে নদ-নদী তীরবর্তী চরের নিম্ন অঞ্চলগুলোতে পানি প্রবেশ করায় তলিয়ে গেছে আমনসহ সবজি ক্ষেত। এসব এলাকার গ্রামীণ রাস্তা-ঘাটে পানি উঠায় দুর্ভোগে পড়েছে মানুষজন। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় প্লাবিত হয়ে পড়ছে চরাঞ্চলের নতুন নতুন এলাকা।

স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানায়, আরো দুইদিন নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে।

/পি.এস

কুড়িগ্রাম,পা‌নি

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close