• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

বাল্য বিয়ে বন্ধ করলেন ইউএনও

প্রকাশ:  ১৪ সেপ্টেম্বর ২০১৮, ২০:৫৩
রাজশাহী প্রতিনিধি

রাজশাহীর তানোরে ইতি খাতুন (১৪) নামের এক মেয়ের বাল্য বিয়ে বন্ধ করেছেন তানোর উপজেলা নিবার্হী কর্মকর্তা।

শুক্রবার (১৪ সেপ্টেম্বর) ইতির বিয়ের সকল আয়োজন করেছিল তার পিতা আব্দুল হামিদ। দুইদিন আগে থেকে চলছিল বিয়ের আয়োজন। কিন্তু আজ বেলা ১২টার দিকে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে ইতির বাড়িতে তানোর উপজেলা নিবার্হী কর্মকর্তার প্রতিনিধিসহ পুলিশ হাজির হন। পুলিশ দেখে ইতির পিতা আব্দুল হামিদ ও মা শিরিনা বিবি বিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যান।

বাল্য বিয়ে দেয়ার অপরাধে ইতির মামা সোহেল রানা, খালা পারভীন বিবি ও জোসনা বিবিকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। এদিকে পুঠিয়া উপজেলার বরের লোকজন বিষয়টি জানতে পেরে বিয়ে করতে তানোরে ইতির বাড়িতে আসেননি।

বিকাল ৪টার দিকে ইতির মা শিরিনা বিবি অঙ্গিকার নামা দিয়ে আটককৃত তিনজনকে ছাড়িয়ে নিয়ে যান। অঙ্গিকার নামায় ইতির বাল্য বিয়ে দিবে না মর্মে উল্লেখ করেন।

তানোর উপজেলা নিবার্হী কর্মকর্তা চৌধুরী মো. গোলাম রাব্বী বলেন, ফোনে বিষয়টি শোনার পর পুলিশসহ ঘটনাস্থলে পাঠিয়ে বাল্য বিয়ে বন্ধ করি। মেয়েটি পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়া-লেখা করে পরে আর স্কুলে যায়নি।

/পি.এস

রাজশাহী,বাল্য বিয়ে

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close