• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||

বরিশালে ৬ কোচিং সেন্টারে অভিযান

প্রকাশ:  ১৫ সেপ্টেম্বর ২০১৮, ২০:৫৪
বরিশাল প্রতিনিধি

নিয়ম নীতি উপেক্ষা করে সাপ্তাহিক বন্ধের দিন পাঠদান করানোর অপরাধে বরিশাল শহরের ৬টি কোচিং সেন্টারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে জেলা প্রশাসন। প্রত্যেকটি কোচিং সেন্টার মালিককে ১ হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সেই সাথে দুই শিক্ষকের বিরুদ্ধেও একই ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ওই আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্টেট মোজাম্মেল হক।

জরিমানা দেওয়া কোচিং সেন্টারগুলো হচ্ছে- সঞ্জিব ক্যাডেট একাডেমি, রিয়াজ কোচিং সেন্টার, এফসিসি কোচিং সেন্টার, সৃজন কোচিং সেন্টার এবং শাহীন ক্যাডেট কোচিং।

একই অপরাধে হালিমা খাতুনের অতিথি শিক্ষক সাইফুর রহমান এবং অক্সফোর্ড মিশন স্কুলের শিক্ষক বিপুল হালদারকে ১ হাজার টাকা করে জরিমানা দেওয়া হয়েছে।

বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্টেট মোজাম্মেল হক জানিয়েছেন, শুক্র ও শনিবার দুদিন সাপ্তাহিক বন্ধে থাকলেও কোচিং সেন্টারগুলোতে শিক্ষার্থীদের পড়ানো হচ্ছিল। সরকারি নির্দেশ উপেক্ষা করে পাঠদান দেওয়ার অপরাধে ৬ টি কোচিং সেন্টার ও দুইজন শিক্ষককে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। সেই সাথে শুক্র ও শনিবার প্রতিষ্ঠান বন্ধ রাখার অঙ্গীকার করে মালিকদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মি. মোজাম্মেল হক।

বরিশাল,কোচিং সেন্টার

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close