• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

কাগজপকুর স্মৃতি সৌধে ময়লার স্তুপ

প্রকাশ:  ২১ সেপ্টেম্বর ২০১৮, ২০:২৯ | আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৮, ২০:৩১
বেনাপোল প্রতিনিধি

যশোরের বেনাপোলে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর একমাত্র জায়গাটি এখন ময়লা-আবর্জনার স্তুপে পরিণত হয়েছে।

ভাষা আন্দোলন এবং মহান মুক্তিযুদ্ধে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে দেশের সীমান্তবর্তী অঞ্চল বেনাপোল পোর্ট থানাধীন কাগজ পুকুর নামক স্থানে একটি স্মৃতি সৌধ স্থাপন করে বেনাপোল পৌরসভা। কিন্তু স্মৃতি সৌধকে ঘিরে সেখানে একটি কাঁচা বাজার তৈরি হওয়ায় স্মৃতি সৌধের স্থানটিতে এখন প্রায়ই সময় বাজারের ময়লা-আবর্জনা ফেলা হয়।

এদিকে বেনাপোল পৌরসভা কর্ত্তৃক স্মৃতিসৌধের স্থানটি পরিস্কার পরিচ্ছন করার কথা থাকলেও সেটা করা হয় না বলে এলাকার মানুষ জানিয়েছেন। সম্পূর্ন অযত্ম অবহেলায় এই স্থানটি ক্রমেই শ্রদ্ধাবনতীর দিকে এগিয়ে চলেছে। যে কোন জাতীয় উৎসব পালন কালীন সময় সংশিষ্ট কর্ত্তৃকপক্ষ ধোঁয়া-মোছার কাজটি করে থাকলেও পরে আর তা করা হয় না।

ঐ এলাকার সচেতন মানুষ ক্ষোভ প্রকাশ করে বলেছেন। কাচাঁ বাজার এলাকা থেকে স্মৃতিসৌধটি সরিয়ে অর্ন্যত্র নেওয়ার ব্যবস্থা করা হউক, তাতে করে শহীদদের প্রতি শ্রদ্ধাবোধ বাড়বে বৈ কমবে না।

ওএফ

সৌধ

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close