• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
  • ||

গভীর রাতে পরিচ্ছন্নতা অভিযানে মেয়র আরিফ

প্রকাশ:  ০৯ অক্টোবর ২০১৮, ১৫:১৯ | আপডেট : ০৯ অক্টোবর ২০১৮, ১৫:২২
সিলেট প্রতিনিধি

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী নতুন মেয়াদে দায়িত্বগ্রহণের প্রথম রাতেই নগরীতে চালিয়েছেন আকস্মিক পরিচ্ছন্নতা অভিযান। সোমবার (৯ অক্টোবর) গভীর রাতে সিসিকের পরিচ্ছন্নতাকর্মীদের নিয়ে নগরীতে পরিচ্ছন্নতা অভিযান চালান তিনি। রাত সাড়ে ১২টায় নাইওরপুল পয়েন্ট থেকে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন মেয়র।

মেয়র আরিফুল হক চৌধুরী জানান, নির্বাচনজনিত কারণে সিটি মেয়রের পদ থেকে পদত্যাগ করার পর গত কয়েক মাসে নগরীর অনেক স্থানে আবর্জনা জমে গেছে। আবর্জনা পরিষ্কার করতে সোমবার রাতে থেকে কঞ্জারভেন্সী শাখার কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে কার্যক্রম শুরু করেছেন। এ কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি বলেন, ‘ক্লিন সিটি’ গড়াই তার মূল লক্ষ্য।

সিসিকের জনসংযোগ কর্মকর্তা শাহাব উদ্দিন শিহাব জানান, নাইওরপুল থেকে শুরু হওয়া পরিচ্ছন্নতা কার্যক্রম চলে নগরীর বিভিন্ন এলাকায়। মেয়রের নেতৃত্বে বন্দর বাজার পেপার পয়েন্ট সংলগ্ন টাইম স্কয়ারের আবর্জনা পরিস্কার করা হয়। সিলেট হেড পোস্ট অফিসের সম্মুখ ভাগ, সিটি পয়েন্ট, কোর্ট পয়েন্ট, সুরমা মাকেট পয়েন্ট এবং জিন্দাবাজার এলাকায়ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

এ সময় সিসিকের চিফ কঞ্জারভেন্সী অফিসার হানিফুর রহমানসহ দুই শতাধিক পরিচ্ছন্নতা কর্মী অংশ নেন।

/পি.এস

সিলেট,মেয়র

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close