• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বর্তমান সরকার নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে: তারানা হালিম

প্রকাশ:  ১৩ অক্টোবর ২০১৮, ১৮:৫৮
টাঙ্গাইল প্রতিনিধি

তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম এমপি বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নারীদের কল্যানের কথা চিন্তা করে বলেই তাদের ক্ষমতায়নের জন্য কাজ করে যাচ্ছেন। বিধবা নারীদের জন্য বিধবা ভাতা ও বয়স্ক নারীদের জন্য বয়স্ক ভাতা চালু করেছেন।

শনিবার (১৩ অক্টোবর) টাঙ্গাইলে নাগরপুর উপজেলার ধুবড়িয়া খেলার মাঠে অনুষ্ঠিত মা সমাবেশে তিনি এ কথা বলেন।

সম্পর্কিত খবর

    প্রতিমন্ত্রী বলেন, তৃনমুলের জনগনই আওয়ামী লীগের প্রান। শত বাধা বিপত্তি ও দুর্যোগ মোকাবেলা করে তারা দলকে ভালবাসে। তারাই দলকে এগিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে।

    তিনি আরও বলেন, নারীদের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হলে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করতে নারীদেরই অগ্রনী ভুমিকা পালন করতে হবে।

    ধুবড়িয়া ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মা সমাবেশে অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. রিয়াজ উদ্দিন তালুকদার, যুগ্ম সম্পাদক আনিসুর রহমান, নাগরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাকিরুল ইসলাম উইলিয়াম, সহ-সভাপতি শেখ কামাল হোসেন, দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শিবলি সাদিক, প্রমুখ। প্রবল বৃষ্টির মধ্যেও কয়েক হাজার নারী-পুরুষ সমাবেশে উপস্থিত ছিলেন।

    তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম

    সারাদেশ

    অনুসন্ধান করুন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close