• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

চট্টগ্রাম-কক্সবাজার রুটে বাস চলাচল শুরু

প্রকাশ:  ১৪ অক্টোবর ২০১৮, ২১:১৮
চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামে হানিফ পরিবহনের দুইটি কাউন্টারে ছাত্রলীগের ভাংচুর-লুটপাট ও পরিবহন মালিক গ্রুপের মহাসচিবের সঙ্গে দুর্ব্যবহার করা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাসে প্রায় ২৪ ঘণ্টা পর রোববার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৭টা থেকে চট্টগ্রাম-কক্সবাজার রুটে বাস চলাচল শুরু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন পরিবহন মালিক গ্রুপের মহাসচিব মো. আবুল কালাম আজাদ।

তিনি জানান, প্রশাসনের সঙ্গে কয়েক দফা আলোচনার পর অভিযুক্ত বাকলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রণব চৌধুরীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার আশ্বাস পেয়ে সন্ধ্যা ৭টা থেকে দক্ষিণ চট্টগ্রামের সব সড়কে দূরপাল্লার বাস চলাচল শুরু করেছে।

উল্লেখ্য, শনিবার (১৩ অক্টোবর) দুপুরে কর্ণফুলী শাহ আমানত সেতু ও দামপাড়ায় হানিফ পরিবহনের দুটি কাউন্টারে ভাঙচুর ও লুটপাট শেষে কাউন্টারগুলো বন্ধ করে দিয়েছে ছাত্রলীগ।পরে স্থানীয় পুলিশ প্রশাসন থেকে সহায়তা চাইলে ওই থানার ওসি প্রণব চৌধুরী পরিবহন মালিক গ্রুপের মহাসচিবের সঙ্গে দুর্ব্যবহার করেন। এ কারণে ওসির অপসারণের দাবিতে শনিবার বিকেল থেকে চট্টগ্রাম-কক্সবাজারসহ দক্ষিণ চট্টগ্রামের সব সড়কে দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দেয় পরিবহন মালিক-শ্রমিকরা।

/পি.এস

চট্টগ্রাম,বাস

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close