• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে ২৬ লক্ষ টাকার হেরোইন উদ্ধার

প্রকাশ:  ১৬ অক্টোবর ২০১৮, ১৫:৪৮ | আপডেট : ১৬ অক্টোবর ২০১৮, ১৭:৫৫
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে গোয়েন্দা পুলিশ ও বিজিবি’র অভিযানে ১৫০ বোতল ফেনসিডিল ও ১ কেজি ৩শ’ গ্রাম হেরোইনসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৬অক্টোবর) দুপুরে ও গত সোমবার (১৫অক্টোবর) রাতে পৃথক অভিাযানগুলি চালানো হয়। গ্রেপ্তার ব্যক্তি হলেন, জেলার শিবগঞ্জ উপজেলার মোবারকপুর বাগবাড়ি গ্রামের মো. সাত্তারের ছেলে মো. হোসেন (২৫)।

গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) রাশিদুল ইসলাম বলেন, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে জেলা শহরের মহানন্দা সেতু টোলঘর এলাকায় গোপন খবরের ভিত্তিতে পেয়াঁজ বোঝাই একটি ট্রাক থামানো হয়। এরপর ট্রাকটি তল্লাশী করে ১৫০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। এসময় ট্রাক চালকের সহকারী হোসেনকে গ্রেপ্তার করা গেলেও চালক ট্রাক ফেলে পালিয়ে যায়। এ ঘটনায় ট্রাকটি (ঢাকা মেট্রো-ট ১৮-৩৭৫৭) জব্দ হয়েছে। এ ব্যাপারে জড়িতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীণ বলেও জানান উপপরিদর্শক রশিদুল।

চাঁপাইনবাবগঞ্জে ৫৩’বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এখলাছুর রহমান জানান, সোমবার রাত সাড়ে ৯টায় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গোদাগাড়ী উপজেলার জামাইপাড়া ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে ১কেজি ৩শ’ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।

উদ্ধারকৃত হেরোইনের জব্দ মূল্য ২৬ লক্ষ টাকা বলে জানিয়েছে বিজিবি। মেজর এখলাছুর জানান,মাদকবিরোধি অভিযানে উদ্ধার ওই হেরোইন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হবে।

চাঁপাইনবাবগঞ্জ,হেরোইন উদ্ধার

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close