• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
  • ||

২২ দিন পর বাজারে ইলিশ

প্রকাশ:  ৩০ অক্টোবর ২০১৮, ০০:০১
ঝালকাঠি প্রতিনিধি

ইলিশ সংক্ষণ অভিযান শেষ হয়েছে। তাই ২২ দিন পরে ঝালকাঠির বাজারে ইলিশ উঠতে ‍শুরু করেছে। জেলেদের জালে ধরা পড়া ৬০ ভাগ মাছের পেটে এখন ডিম নেই। আর মাছের আকার গড়ে ৭০০ গ্রাম থেকে ১ কেজি ওজনের।

গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া নিষেধাজ্ঞা ২৮ অক্টোবর মধ্য রাতে শেষ হয়। এই ২২ দিনে সরকারি নিষেধাজ্ঞা আমান্য করে নদীতে ইলিশ আহরনের দায়ে ৪১ জনে জেলের ১ বছর করে কারাদন্ড দেয়া হয়।

১২১টি মোবাইল কোর্ট ২১২টি অভিযান পরিচালা করে। অভিযান চালাকালে ৮৪৩ কেজি ইলিশ মাছ জব্দ করা হয় এবং ৪লখ ৩৯ হাজার মিটার জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়। যার মূল্য ৬৫লাখ ৮৫ হাজার টাকা। ৫৭টি মামলা হয়েছে ৪১ জন কে ১ বছর করে কারাদন্ড প্রদান এবং ৮৬ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

ইলিশ

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close