• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

১৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে শ্রমিকলীগ নেতার বিরুদ্ধে মামলা

প্রকাশ:  ৩১ অক্টোবর ২০১৮, ১৫:১৭ | আপডেট : ৩১ অক্টোবর ২০১৮, ১৯:২৮
বগুড়া প্রতিনিধি

১৫৩ কোটি ৩৬ লাখ টাকার সার আত্মসাতের অভিযোগে বগুড়ার আদমদীঘি থানায় শ্রমিকলীগ নেতার বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক।

বুধবার (৩১ অক্টোবর) সকালে জাতীয় শ্রমিকলীগের আহ্বায়ক রাশেদুল ইসলাম রাজা ও গোডাউন ইনচার্জ নবির উদ্দিনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, বগুড়ার সান্তাহারের বাফার গোডাউনের ১৫৩ কোটি ৩৬ লাখ ১৩ হাজার ৭’শ ৫২ টাকার সার সরবরাহ না করে আত্মসাতের অভিযোগে দুদক বগুড়ার আদমদীঘি উপজেলার জাতীয় শ্রমিকলীগের আহ্বায়ক ও মেসার্স রাজা এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী রাশেদুল ইসলাম রাজা ও সান্তাহার বাফার গোডাউনের সাবেক উপ-প্রধান প্রকৌশলী (যান্ত্রিক) ও গোডাউন ইনচার্জ নবির উদ্দিন খানের বিরুদ্ধে বুধবার সকালে মামলা দায়ের করেছেন।

মামলায় উল্লেখ করা হয়েছে, সাবেক গোডাউন কিপার কাম সান্তাহার বাফার গোডাউনের সাবেক উপ-প্রধান প্রকৌশলী (যান্ত্রিক) ও মেসার্স রাজা এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী ও শ্রমিকলীগ নেতা যোগসাজসে গত ২০১৩ সালের ১লা জুলাই হতে ২০১৬ সালের ২৪ জুন পর্যন্ত সান্তাহার বাফার গোডাউন থেকে ৫২ হাজার ৩’শ ৪২.৮০ মেট্রিক টন সার গোডাউনে জমা না দেখিয়ে বিক্রি করে দেয়।

বগুড়া দুদকের সহকারী উপপরিচালক আমিনুল ইসলাম জানান, তিনি বাদী হয়ে বুধবার সকালে আদমদীঘি থানায় ওই দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

আদমদীঘি থানার ওসি শওকত কবির মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

/পি.এস

বগুড়া,মামলা

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close