• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

শাহজালালে স্বর্ণের বারসহ ৩ যাত্রী আটক

প্রকাশ:  ০২ নভেম্বর ২০১৮, ২০:৫৩
নিজস্ব প্রতিবেদক

পাঁচটি স্বর্ণের বারসহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরব ফেরত তিন যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দারা।

বৃহস্পতিবার (১ নভেম্বর) বিকেলে বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় ৫৮০ গ্রাম ওজনের স্বর্ণগুলো উদ্ধার করা হয়। আটকরা হওয়া ব্যক্তিরা হলেন, রিপন মিয়া, মনির হোসেন ও মাসুম বিল্লাহ।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. সহিদুল ইসলাম জানান, আটক যাত্রীরা রিয়াদের একটি ফ্লাইটে শাহজালালে নামেন। আগে থেকেই খবর ছিল তিনজন যাত্রী তাদের বেল্ট ও শরীরে লুকিয়ে স্বর্ণের বার নিয়ে আসছে। একপর্যায়ে গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাদের আটক করেন গোয়েন্দারা। এ সময় ওই তিন জনের দেহ তল্লাশি করে তাদের বেল্ট ও শরীরে লুকিয়ে রাখা স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

ড. সহিদুল ইসলাম আরও জানান, উদ্ধারকৃত স্বর্ণের বারের মূল্য প্রায় ২৯ লাখ টাকা। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close