• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

আশুলিয়ায় অপহৃত বিকাশ ব্যবসায়ী উদ্ধার, আটক ১

প্রকাশ:  ০৪ নভেম্বর ২০১৮, ১৫:৪৭
সাভার প্রতিনিধি

আশুলিয়ায় রাসেদ হোসেন নামে বিকাশ ব্যবসায়ী অপহরণের একদিন পর উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপহরণকারীর মুল হোতা আসাদ নামে একজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে হাইয়েস মাইক্রোবাস।

রোববার (০৪ নভেম্বর) ভোরে আশুলিয়ার পুকুরপার এলাকা মঞ্জু মিয়ার বাড়ি থেকে রাসেদকে উদ্ধার করা হয়। পরে অপহরকারীকে গ্রেফতার দেখিয়ে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৫টি মামলা রয়েছে।

আটক আসদ মিয়া মানিকগঞ্জ জেলার সদর থানার বালিরটেক পূর্ব সানুবান্ধা গ্রামের আবদুর রবের ছেলে।

এ বিষয়ে আশুলিয়া থানার এস আই মনিরুজ্জামান মোল্লা জানান, অপহরণকারীরা প্রথমে বাইপাইল থেকে রেন্টাকারের একটি হাইয়েস মাইক্রোবাস ভাড়া করে। পরে গাড়ির চালককে অজ্ঞান করে গাড়িটি নিয়ে পালিয়ে যায়। সেই গাড়ি দিয়ে বিকালে আশুলিয়ার ভাদাইলে বিকাশ ব্যবসায়ী দোকান বন্ধ করার সময় অপহরণকারীরা জোর করে তুলে নিয়ে যায় তারা। তার পরিবারের কাছ থেকে ২ লাখ টাকা দাবি করে। পরে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জিরাবোর পুকুরপাড় এলাকার মঞ্জু মিয়ার বাড়ির একটি কক্ষ থেকে রাসেদকে উদ্ধার করা হয়।

এসময় আসদ নামে অপহরণকারীকে আটক করা হয়। তার বিরুদ্ধে আশুলিয়া, দারুস সালাম ও মানিকগঞ্জ থানায় ডাকাতি, ছিনতাই ও অপহরণের ঘটনায় মোট ৫ টি মামলা রয়েছে। আশুলিয়া থানা তাদের বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।

/পি.এস

সাভার,আটক,অপহৃত

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close