• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

প্রক্সির মাধ্যমে ভর্তি, ১ বছর পর আটক চবি শিক্ষার্থী

প্রকাশ:  ০৪ নভেম্বর ২০১৮, ২২:৩১ | আপডেট : ০৫ নভেম্বর ২০১৮, ০১:১৫
চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ভর্তির এক (১) বছর পরে আইন বিভাগের এক শিক্ষার্থীর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ প্রমাণিত হওয়ায় আটক করা হয়েছে।

জানা যায়, ২০১৭-১৮ শিক্ষাবর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ডি ইউনিটে ৭০তম হয়েছিল মোহাম্মদ মঈন। প্রক্সির মাধ্যমে ভর্তি পরীক্ষা দিয়ে আইন বিভাগে ভর্তিও হয় মঈন। রীতিমতো ক্লাস করে প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষা দিতে এসে পরীক্ষকের সন্দেহের জালে আটকে পড়ে। জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে সব তথ্য।

চবি প্রশাসন সূত্রে জানা যায়, গত বছর (২০১৭ ইং) কাগজপত্রে দেয়া ছবির সঙ্গে বর্তমানে মঈনের কোনো মিল না পেয়ে অনুষদের পক্ষ থেকে প্রক্টরিয়াল বডিকে জানানো হয়। আটকের পর জিজ্ঞাসাবাদ করা হলে মঈন স্বীকার করে যে, তিন লাখ টাকার চুক্তিতে বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের হোসাইন আল মাসুম তাকে জালিয়াতির মাধ্যমে ভর্তি করিয়ে দেয়। ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মোহাম্মদ মঈনের হয়ে ছবি পরিবর্তন করে মাসুম অংশ নিয়েছিলেন।

প্রক্টর আলী আজগর চৌধুরী সাংবাদিকদের জানান, মঈনের হয়ে ভর্তি পরীক্ষায় যিনি অংশ নিয়েছেন তার পরিচয় এখনো পাওয়া যায়নি। ভর্তি জালিয়াতি চক্রের টাকার লেনদেনের বিষয়টি হোসাইন আল মাসুম দেখেন বলে জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি। ভর্তি জালিয়াতি চক্র সম্পর্কে মঈনকে আরো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

ওএফ

.

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close