• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

৭৩ দিন পর কবর থেকে লাশ উত্তোলন

প্রকাশ:  ০৮ নভেম্বর ২০১৮, ০০:১৩
নরসিংদী প্রতিনিধি

আদালতের নির্দেশে দাফনের ৭৩ দিন পর কামাল নামে এক ব্যক্তির লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। ঘটনাটি ঘটছে নরসিংদীর বেলাবতে এলাকায়।

বুধবার (৬ নভেম্বর) বিকালে সররাবাদ গ্রামে বেলাব উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন নেছা আক্তারের উপস্থিতিতে লাশটি কবর থেকে তোলা হয়।

জান গেছে, গ্রামের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত ২৬ আগস্ট বেলাব উপজেলার সররাবাদ গ্রামের দুপক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। ওই সময় সংঘর্ষ থামাতে গেলে প্রতিপক্ষ লোকজনের ইটের ঢিলের আঘাতে কামাল গুরুতর আহত হন।

পরে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত কামাল সররাবাদ গ্রামের সাববাড়ির মজনু মিয়ার ছেলে এবং নারায়নপুর বাজারের বণিক সমিতির সদস্য ছিলেন।

হত্যার ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়। পরে বাদির আবেদনের প্রেক্ষিতে পুনরায় ময়নাতদন্তের নির্দেশ দেন আদালত।

এরই প্রেক্ষিতে বুধবার বিকালে নিহতের লাশ উত্তোলন করা হয়। এ সময় বেলাব থানার ওসি জাবেদ মাহমুদ,সররাবাদ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও নিহতের পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।

কামালের লাশ কবর থেকে উত্তোলন করার সময় তার পরিবারের লোকজন ও এলাকাবাসীরা কান্নায় ভেঙে পড়েন। এ সময় নিহত কামালের স্ত্রী সুমি আক্তারসহ পরিবারের সদস্যরা হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

বেলাব থানার ওসি জাবেদ মাহমুদ বলেন, পুনরায় ময়নাতদন্তের জন্য আদালতের নির্দেশে লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে।

/এসএফ

নরসিংদী

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close