• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

বরিশালে স্টিমারের ধাক্কায় কার্গো ডুবি

প্রকাশ:  ১৩ নভেম্বর ২০১৮, ০৯:৫২
বরিশাল প্রতিনিধি

বরিশাল-ঢাকা নৌরুটে যাত্রীবাহি স্টিমার এমভি ‘পিস টার্ন এর ধাক্কায় বালুবাহী কার্গো ডুবির ঘটনা ঘটেছে। এতে জাহাজটি তলদেশে ফেটে গেছে।

এই দুর্ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি। তবে কার্গোর লোকজন নিখোঁজ থাকায় হতাহতের আশঙ্কা করছে পুলিশ।

সোমবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়ন লাগোয়া বাগদী নদীতে।

বরিশাল নৌ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেল্লাল হোসেন জানিয়েছেন, স্টিমার ‘পিএস টার্ন' বরিশাল ঘাট থেকে যাত্রী নিয়ে রাজধানীর উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে নৌরুটের ওই এলাকায় বালুবাহী একটি কার্গো মাঝ বরাবর ধাক্কা দেয় স্টিমারটি। এতে সাথে সাথে কার্গোটি নদীতে ডুবে যায় এবং স্টিমারটির তলদেশ ফেটে যায়।

একপর্যায়ে তলদেশ থেকে পানি ভেতরে প্রবেশ করলে জাহাজটি আড়াই শতাধিক যাত্রী নিয়ে পার্শ্ববর্তী একটি চরে নোঙর করা হয়। এই ঘটনায় জাহাজের যাত্রীদের কোন ক্ষয়ক্ষতি না হলেও কার্গোর লোকজন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানান ওসি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ কর্পোরেশন (বিআইডব্লিউটিসির) উপ-মহাব্যবস্থাপক আবুল কালাম আজাদ জানিয়েছেন, সাড়ে ১০টার দিকে লঞ্চ পাঠিয়ে যাত্রীদের বরিশাল লঞ্চঘাটের টার্মিনালে নিয়ে আসা হয়েছে। সেখান থেকে যাত্রীরা নিজ গন্তব্যে ফিরে গেছেন।

/পি.এস

বরিশাল,কার্গো ডুবি

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close