• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

প্রকাশ:  ১৫ নভেম্বর ২০১৮, ১০:৪৫
জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ১ বছর কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। বুধবার দুপুরে বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক বেগম মমতাজ পারভীন জনার্কীর্ণ আদালতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত মোশারফ হোসেন (৪২) ক্ষেতলাল উপজেলার কানাই পুকুর গ্রামের গোফফার প্রামানিকের ছেলে।

সম্পর্কিত খবর

    মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ৬ আগষ্ট মোশারফ তার স্ত্রী ক্ষেতলাল উপজেলার ফোঁপড়া গ্রামের মোবারক সাখিদারের মেয়ে তাহেরা বেগম (৩৬) কে নিজ সয়ন ঘরে ফাঁসি দিয়ে হত্যা করে ঘটনাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার জন্য তার লাশ ঝুলে রাখে। এ ঘটনায় প্রথমে ক্ষেতলাল থানায় একটি অস্বাভাকি মৃত্যু মামলা দায়ের হয়। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর ওই বছরের ২ অক্টোবরে ক্ষেতলাল থানার এসআই আব্দুর রশিদ ভদ্র বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

    মামলাটি দীর্ঘ তদন্তের পর এ মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ নজরুল ইসলাম আদালতে চার্জশীট দাখিল করেন। মামলাটি স্বাক্ষী প্রমাণে প্রমানিত হওয়ায় বিজ্ঞ আদালত এ রায় দেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এ্যাডঃ নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি এবং আসামী পক্ষে এ্যাডঃ শামসুল ইসলাম।

    ওএফ

    সারাদেশ

    অনুসন্ধান করুন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close