• বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

আশুলিয়ায় নারী খুনের ঘটনায় বাস জব্দ, গ্রেফতার ৩

প্রকাশ:  ১৭ নভেম্বর ২০১৮, ০২:১৩ | আপডেট : ১৭ নভেম্বর ২০১৮, ০২:২৭
সাভার প্রতিনিধি

সাভারের আশুলিয়াতে যাত্রীবাহী বাসে জরিনা খাতুন (৪৫) নামে এক নারী খুন হওয়ার ঘটনায় তিনজনকে গ্রেফতার ও বাস জব্দ করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন - পিবিআই।

শনিবার (১৭ নভেম্বর) দুপুর ১২টায় ধানমন্ডিতে পিবিআই সদর দফতরে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত বলা হবে বলে জানিয়েছেন পিবিআইয়ের পুলিশ সুপার আসাদুজ্জামান।

গত ( ৯ নভেম্বর) জরিনা খাতুন এবং তার ৭০ বছর বয়সী বাবা আকবর হোসেন সিরাজগঞ্জ যাওয়ার জন্য আশুলিয়া থেকে বাসে উঠেছিলেন। বাসে যাত্রীবেশী দুর্বৃত্তরা তাদের মারধর করে এবং বাবা আকবরকে জোর করে বাস থেকে নামিয়ে দেয়। পরবর্তীতে বৃদ্ধ বাবা বিষয়টি পুলিশকে জানালে পুলিশ রাস্তার পাশ থেকে জরিনার লাশ উদ্ধার করে।

এ ঘটনায় আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের হওয়ার পর পুলিশ সদর দফতরের নির্দেশে পিবিআই তদন্ত শুরু করে। তবে, পুলিশ বলছে, পারিবারিক কলহের জের ধরে ওই নারীকে বাসের ভেতর হত্যা করা হয়।

/আরিফ

আশুলিয়া,নারী খুন

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close